শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৭ কোটি বছর আগের ডাইনোসরের ডিম আবিষ্কার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিলুপ্ত হয়ে যাওয়া বিশাল আকৃতির ডাইনোসর নিয়ে বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। সম্প্রতি এই গবেষণায় নতুন মাত্রা পেয়েছে। চীনে ডাইনোসরের ডিম পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ধারণা করা হচ্ছে ডিমগুলো ৭০ মিলিয়ন বছর আগের ক্রান্তিয় যুগের শেষের দিকে তৃণভোজী ফাইটোফ্যাগাস ডাইনোসরের ডিম।

দক্ষিণ-পূর্ব চীন উপকূলবর্তী প্রদেশ গুয়াংডং এর প্রতœতাত্ত্বিক প্রতিষ্ঠান থেকে কিউ লিচেং বলেছেন, আমরা ৫টি ডিম পেয়েছি, যার মধ্যে ৩টি নষ্ট হয়ে গেছে। তবে সেগুলোর অস্তিত্ব এখনো দেখা যাচ্ছে। পাথরের উপর অন্য দুটি ডিমের মুদ্রণ রয়েছে। এই ডিমের খোসাগুলো চীনের দক্ষিণ-পূর্বে লাল বেলেপাথরে ২৬ ফুট (৮ মিটার) গভীরতায় পাওয়া গেছে। ফসান অঞ্চলেও এগুলোর অনুরূপ খুঁজে পাওয়া গেছে যা ক্রিয়েটিস যুগের মূল্যবান তথ্য প্রকাশের জন্য বৈজ্ঞানিক খ্যাতি অর্জন করেছে। ফসানের প্রধান ভূতাত্ত্বিক লিউ জিয়ানক্সিও স্কাই নিউজকে দেওয়া  বক্তব্যে বলেছেন, ডিমগুলো সম্পর্কে দুটি তথ্য পাওয়া গেছে। প্রথমত এটি খনিজ পদার্থে সমৃদ্ধ, দ্বিতীয়ত এগুলো ডাইনোসরের ডিমের জীবাশ্ম সমৃদ্ধ। তিনি আরোও বলেন, এই আবিষ্কারটি পলোলোক্লিটমেট ও পলিম্যানাল পরিবেশে তাদের গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতœতাত্ত্বিকদের মতে ডিমের খোসাগুলো বিভিন্ন অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো পর্যন্ত এগুলোর শিরাগুলো বিদ্যমান ও ভেতরে বেলেপাথরে ভর্তি। আরো গবেষণার জন্য এগুলোকে স্থানীয় জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে।

২৫/০৪/২০১৭/ চৈতি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি