রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


৮০ দিন পর কোমা থেকে জেগে উঠলেন দেবী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কোমায় চলে যাওয়া এক রোগীকে জাগিয়ে তুলেছেন দুবাইয়ের এস্টার হাসপাতালের চিকিৎসকরা। অস্ত্রোপাচারের মাধ্যমে অলৌকিকভাবে জাগিয়ে তোলা হয়েছে তাকে। দেবী লামা শ্রেষ্ঠা নামে নেপালী অভিবাসী ঐ নারী দুবাইয়ের এস্টার হাসপাতালে ৮০ দিন কোমায় ছিলেন।

হাসপাতালের প্রধান ডা.শেরবাজ বিজু বলেন, এটা একটি অলৌকিক ঘটনা। আমরা অনেকটা ঝুঁকি নিয়ে অস্ত্রোপাচার করেছি। একাজে আমাদের অণুপ্রাণিত করেছে তার স্বামীর উৎসাহ ও সহযোগিতা।

রোগীর স্বামী জানায়,গর্ভবতী থাকা অবস্থায় গত জুনে দেবীকে হাসপাতালে ভর্তি হয়। ঐ সময় অবস্থার অবনতি হলে দেবি আশঙ্কাজনক অবস্থায় কোমায় চলে যায়।

চিকিৎসক চৈতন্য প্রভা বলেন,রোগী গর্ভধারণের সময় সম্ভাব্য কিছু লক্ষণ(এআরডিএস) নিয়ে আমাদের কাছে আসে। শ্বাস-প্রশ্বাসের সমস্যার সাথে তার কিডনি ও লিভারও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর ফলে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারতেন না এবং তাড়াতাড়ি কোমায় চলে যান।

পূর্বাশানিউজ/২৫-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি