শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


দিল্লির পুরসভা নির্বাচনে ‘মোদী সাইক্লোন’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ফের গেরুয়া ঝড়। অথবা বলা যেতে ‘মোদী সাইক্লোন’। উত্তরপ্রদেশের পর দিল্লিতে। বুধবার সকালে ভোটযন্ত্র খোলা হতেই দিল্লির সর্বত্র বিজেপি ঝড়ে ধরাশায়ী আম আদমি পার্টি,কংগ্রেস। রাজধানীর তিন পুরসভাতেই কংগ্রেস এবং আম আদমি পার্টির (আপ) অস্তিত্ব সংকটে ফেলে দিয়ে বিজয়ী বিজেপি। দিল্লির তিনটি পুরসভার এই জয় ছত্তিসগড়ের সুকমায় নিহত আধাসেনা জওয়ানদের উদ্দেশ্যে উৎসর্গ করেছে বিজেপি। তিন পুরসভা মিলে মোট ২৭২টি ওয়ার্ডে ভোট হয়েছে।

গণনা শুরুর পর ১ ঘণ্টাও কাটেনি তখন ,পরিষ্কার হয়ে যায় তিন পুরসভাতেই সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে অনেক বেশি আসনে জয়লাভ করবে গেরুয়া ব্রিগেড।উত্তর দিল্লি ও দক্ষিণ দিল্লি পুরসভায় ১০৪টি করে আসন রয়েছে। উত্তর দিল্লিতে বিজেপি পেয়েছে ৬৮টি, আপ ২০টি, কংগ্রেস ১৩টি আসন। পূর্ব দিল্লি পুরসভায় রয়েছে ৬৪টি আসন। এই পুরসভায় বিজেপি পেয়েছে ৪৮টি, আপ ৯টি, কংগ্রেস ২টি আসন। দক্ষিণ দিল্লিতে বিজেপি ৬৯টি ,আপ ১৭টি এবং কংগ্রেস ১২টি আসনে জয়লাভ করেছে। গত নির্বাচনেও দিল্লির তিন পুরসভাই বিজেপি-র দখলে গিয়েছিল। কিন্তু পূর্ব দিল্লি ছাড়া বাকি দু’টিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায়নি। ২০১৪-র লোকসভা নির্বাচনে দিল্লির ৭টি লোকসভা কেন্দ্রেই বিজেপি জয়ী হয়। কিন্তু ২০১৫ সালের বিধানসভা নির্বাচন ছিল বিজেপির কাছে দুঃস্বপ্ন।

কেজরীবাল ঝড়ের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়েছিল পদ্মফুল। ৭০ আসনের দিল্লি বিধানসভায় ৬৭টিই দখল করেছিল কেজরীর আম আদমি পার্টি। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি। কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।সেই ঐতিহাসিক বিধানসভা নির্বাচনের দু’বছরের মাথায় পৌঁছে দেশের রাজধানী শহর কিন্তু বুঝিয়ে দিচ্ছে, দিল্লিবাসী মন বদলে ফেলেছেন। যে বিপুল ঝড় কেজরীবালের পক্ষে গিয়েছিল দু’বছর আগে, সেই ঝড়টাকেই যেন এ বার নিজেদের পালে টেনে নিয়েছেন অমিত শাহ-মনোজ তিওয়ারিরা।

গণনা শুরু হওয়ার পর দিল্লির প্রায় সব এলাকা থেকে বিজেপি প্রার্থীদের এগিয়ে থাকার খবর আসতে শুরু করে। দিল্লির শাসক দল আপ এবং কংগ্রেসকে অনেক পিছনে ফেলে দিয়ে হু হু করে এগিয়ে যায় বিজেপি প্রার্থীরা।উত্তর দিল্লিতে এবং দক্ষিণ দিল্লিতে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫৩টি করে আসন। আর পূর্ব দিল্লিতে ম্যাজিক ফিগার হল ৩৩। বুধবার সকালে ভোট গণনা শুরুর পর ঘণ্টাখানেক কাটতে না কাটতেই তিন দিল্লিতেই ম্যাজিক ফিগারের চেয়ে অনেক বেশি আসনে বিজেপি এগিয়ে যেতে থাকে। ফলে আম আদমি পার্টি নিজের খাসতালুকে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে চলেছে বলে আভাস মিলছে। আপের চেয়েও পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। তবে গত বিধানসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের যে হাল হয়েছিল, এ বার নিঃসন্দেহে পরিস্থিতি তার চেয়ে ভাল। আপের কাছে হারানো জমি কিছুটা হলে পুনরুদ্ধার করতে পেরেছে কংগ্রেস, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে ভোটে নিজেদের পরাজয় মেনে নিয়েছে কংগ্রেস। কোনও দোষারোপ না করে প্রতিটি ভোটকে শিক্ষণীয় বলেই মন্তব্য করেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত।

বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন বলেছেন ,আরও একবার প্রমান হয়ে গেলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সরকারের প্রতি মানুষের বিশ্বাস অটুট রয়েছে।

পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি