শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মার্কিন ‘থাড’ এ্যান্টি মিসাইল পেল দক্ষিণ কোরিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উত্তর কোরিয়ার অব্যাহত হুমকির মুখে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে। উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের মিত্র দেশ দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা হিসেবে থাড এ্যান্টি-মিসাইল মোতায়েন করা হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি স্বীকার করে বলেছে, ইতিমধ্যে থাড এ্যান্টি মিসাইলের বেশ কিছু উপকরণ ও যন্ত্রাংশ দেশটির দক্ষিণাঞ্চরে এসে পৌঁছেছে।

দক্ষিণ কোরিয়ার একটি টেলিভিশন ফুটেজে দেখা যায়, ব্যাপক পুলিশ প্রহড়ায় থাড এ্যান্টি মিসাইল উপকরণ স্থানান্তর করা হচ্ছে। দেশটির একটি গলফ কোর্সকে থাড এ্যান্টি মিসাইল অবতরণস্থল হিসেবে বেছে নেওয়া হয়। উত্তর কোরিয়া থেকে সম্ভাব্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের আঘাত আকাশেই পর্যুদস্ত করার জন্যে থাড এ্যান্টি মিসাইল ব্যবস্থায় অন্তত ৫০ বার পাল্টা গোলা নিক্ষেপ করা যায়। এছাড়া রয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুণ নিয়ন্ত্রণ,যোগাযোগ ইউনিট ও দূর নিয়ন্ত্রিত এক্স-ব্যান্ড রাডার সিস্টেম।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির প্রেক্ষিতে আগেভাগেই থাড এ্যান্টি মিসাইল সিস্টেম মোতায়েন করা হচ্ছে। তবে এধরনের থাড এ্যান্টি মিসাইল সিস্টেম মোতায়েনের বিরুদ্ধে বেশ কয়েক হাজার দক্ষিণ কোরিয় নাগরিক বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা এধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে বিতর্কিত বলছে।

পূর্বাশানিউজ/২৬-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি