বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইউনূসকে বাঁচাতে জয়কে চাপে রেখেছিলেন হিলারির দফতর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে চাপে রাখার মাধ্যমে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত আটকানোর চেষ্টা চালানো হয়েছিল। আর এই চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের পররাষ্ট্র দফতর।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি কলার এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে সজীব ওয়াজেদ জয়ের বরাত দিয়ে বলা হয়, ২০১২ সালের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র  দফতরের কর্মকর্তারা তাকে চাপ দিয়েছিলেন ইউনূসের বিরুদ্ধে তদন্ত বন্ধের জন্য। এর জন্য তারা তার আর্থিক হিসাব নিয়ে তদন্ত শুরুর হুমকিও দিয়েছিল।

সজীব ওয়াজেদ জয় ডেইলি কলারকে বলেছেন, আমি বৈধভাবে ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছি। কখনও কোনো সমস্যা হয়নি। কিন্তু ওই সময় পররাষ্ট্র দফতরের কর্মকর্তারা আমার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনে তদন্ত শুরুর হুমকি দেন।

তিনি আরও বলেন, তারা আমাকে বার বার বলেছে, দেখ, ইউনূসের প্রভাবশালী বন্ধুবান্ধব আছে, আর পররাষ্ট্রমন্ত্রী ক্লিনটনের বিষয়টাতো সবাই জানে’।

এদিকে প্রতিবেদনে সেই সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য তুলে ধরে বলা হয়, শুধু জয় নয়, ইউনূসের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাপ এসেছিল প্রধানমন্ত্রীর ওপরও।

তিনি সেই সময় জানিয়েছিলেন, হিলারি ক্লিনটন আমাকে ফোন করেছিল এবং আমাকেও চাপ দিয়েছে। এমন কি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অধিদফতর থেকে আমার ছেলে জয়কে তিনবার ডাকা হয়েছিল।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের বিভিন্ন আর্থিক অনিয়মের অভিযোগ এনে ২০১২ সালের মে মাসে তদন্ত শুরু করে বাংলাদেশ সরকার

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি