শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ট্রাম্প কি পারবেন নির্বাচনি প্রতিশ্রুতি রাখতে?


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নির্বাচনি প্রচারের সময় মেক্সিকো সীমান্তে প্রচীর নির্মাণ, পররাষ্ট্র নীতি, হেলথ কেয়ার, অভিবাসন, অবকাঠামো, চাইল্ড কেয়ার ও করসহ গুরুত্বপূর্ণ সব বিষয়ে পরিবর্তানের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প সেইসব প্রতিশ্রুতি রক্ষার কাজ করছে। প্রতিশ্রুতি রাখতে ট্রাম্প একশ দিনের কর্মসূচিও হাতে নিয়েছেন। তবে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখা যায়নি।

১০০ দিনের সেই কর্মসূচি শেষ হয়ে গেলে ট্রাম্পের কঠিন সময় শুরু হবে বলেই ধারণা করা হচ্ছে। তখনই চুলচেরা বিশ্লেষণ শুরু হবে তিনি কতটা কী করতে পেরেছেন। নির্বাচনি প্রচারের সময় তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কতটা রাখতে পেরেছেন বা কি কি পদক্ষেপ নিয়েছেন তা নিয়ে।

প্রতিশ্রুতি রক্ষার জন্য ট্রাম্প তার শাসনামলের ওপর শুরু থেকেই কাজ করেছেন। তবে গতি খুবই ধীর। এখন পর্যন্ত তিনি যেসব পদক্ষেপ নিয়েছেন তার কোনোটাই সফল হয়নি। যেমন মুসলিম নাগরিকদের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ ইস্যুতে ট্রাম্প দুইবার উদ্যোগ নিয়েছেন। কিন্তু দুবারই আদালত তা রুখে দিয়েছেন। এখন দেখার বিষয় বাকি প্রুতিশ্রুতিগুলো কতটা রাখতে পারেন।

প্রথমে আসা যাক যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণ। এখন সবাই তাকিয়ে আছে ট্রাম্প কবে সেই প্রাচীর নির্মাণ শুরু করবেন। প্রাচীর নির্মাণ নিয়ে ট্রাম্পের টুইট বার্তা নিয়ে কিছুটা বিভ্রান্তির তৈরি হয়েছে। তিনি লিখেছেন, ‘প্রাচীর নির্মাণের একটি তারিখ ঠিক করতে হবে। প্রাচীর নির্মাণের জন্য মেক্সিকোকে অর্থ দিতে হবে। প্রাচীরটি নির্মাণ করা অতি জরুরি হয়ে পড়েছে।’ তবে এখনও পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

ওবামা কেয়ারের পরিবর্তে ট্রাম্প তার নিজস্ব স্বাস্থ্যসেবা নীতি চালু করতে চেয়েছেন। তবে সেই নীতি পাস করাতে পারেননি তিনি। অভিবাসন নীতিতেও পরিবর্তন আনার জোরদার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। চেষ্টার কোনো কমতিও নেই। কিন্তু ঠিক পেরে উঠছেন না। আর আগামীতে কতটা কি করতে পারবেন তা নিয়ে সংশয় রয়ে গেছে।

এবার আসা যাক পররাষ্ট্র নীতির ইস্যুতে। তথা কথিত ইসলামিক স্টেট, ইরান ও চীন নিয়ে কঠোর নীতি গ্রহণের আভাস এরই মধ্যে মিলেছে। ইসরায়েল ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো জোরদারের ইঙ্গিতও মিলে গেছে। এছাড়া মার্কিন বন্দি শিবির গুয়ান্তানামো বে বন্ধের সিদ্ধান্তও স্থগিত করেছেন। এছাড়া তিনি সব চুক্তি ও অন্যান্য সব ক্ষেত্রে আগে মার্কিনিদের লাভের বিষয়টি বেশির গুরুত্ব দেওয়া।

বিশ্লেষকদের মতে, নির্বাচনি প্রচারের সময় ট্রাম্পের যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবগুলেঅ অবস্থা প্রায় একইরকম। শাসনামলের পুরোটা সময় তিনি আসলে কতটা কী করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েই যাচ্ছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি