শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ইসরাইলি নগরীর নামে বদলে যাচ্ছে দিল্লির তিন মূর্তি মার্গের নাম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইসরাইল সফরের আগ দিয়ে রাজধানী নয়া দিল্লির অত্যন্ত পরিচিত তিন মূর্তি চক এবং তিন মূর্তি মার্গের নাম ইসরাইলের হাইফা নগরীর নামে করা হচ্ছে। বৃহস্পতিবার এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছে নয়া দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। এই সভায় সভাপতিত্ব করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এক মাসের মধ্যে এ নিয়ে দু’বার কোনো সড়কের নাম বদলালো এনডিএমসি। আর গত দুই বছরের মধ্যে নাম পরিবর্তন হয়েছে পাঁচবার।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলতি মাসের প্রথম দিকে ভারত সফরের সময় তার পিতা শেখ মুজিবুর রহমানের নামে পার্ক স্ট্রিটের নামকরণ করে দিল্লি কর্তৃপক্ষ।

সভাশেষে এনডিএমসির এক কর্মকর্তা পিটিআইকে বলেন, তিন মূর্তি চকের নতুন নাম হবে তিন মূর্তি হাইফা চক। আর তিন মূর্তি মার্গের পরিচিতি হবে তিন মূর্তি হাইফা মার্গ।

সর্বসম্মতিতে এই নামকরণ অনুমোদিত হয়েছে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানিয়া নিয়ন্ত্রণ থেকে ব্রিটিশ বাহিনীতে থাকা ভারতীয় সৈন্যরা হাইফাকে দখল করেছিল। ওই যুদ্ধে ১৫তম ইম্পেরিয়াল সার্ভিস ক্যাভালরি ব্রিগেডের অনেক সৈন্য নিহত হয়েছিল। ইসরাইলে প্রায় ৯০০ সৈন্যকে কবর দেওয়া হয়েছিল।

ভারতের প্রধানমন্ত্রী মোদি জুলাইয়ে ইসরাইল সফর করবেন। এটা হবে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরাইল সফর। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন উপলক্ষে এই সফর হচ্ছে।

প্রথম বছর ভারত ও ইসরাইলে ২৩ সেপ্টেম্বর হাইফা দিবস হিসেবে উদযাপিত হয়। আরএসএসসহ কয়েকটি দল কয়েক বছর ধরেই নাম পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল।

২০১৫ সালে আওরঙ্গজেব সড়কের নামকরণ করা হয় এপিজে আবদুল কালাম সড়ক। আর ভারতের প্রধানমন্ত্রীর বাসভবন যে সড়কে অবস্থিত সেটির নাম রেস কোর্স সড়ক থেকে বদলিয়ে করা হয়েছে লোক কল্যাণ মার্গ।

চলতি বছরের প্রথম দিকে ডালহৌসি রোডের নামকরণ করা হয়েছে মোগল সম্প্রাট আওরঙ্গজেবের বড় ভাই দারা শিকোহর নামে।

পূর্বাশানিউজ/২৮-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি