সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জাপানে উচ্চমাত্রার ড্রোন স্থাপন করছে যুক্তরাষ্ট্র


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

উত্তর কোরিয়ার কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জাপানে উচ্চমাত্রার নজরদারি ড্রোন স্থাপন করছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ায় ক্রমাগত পারমানবিক পরীক্ষার অংশ হিসেবে এধরনের ড্রোন স্থাপন করা হচ্ছে।

গত সোমবার আরকিউ-৪ গ্লোবাল হক ড্রোনটি টোকিওর বিমান ঘাঁটিতে এসে পৌঁছেছে। ড্রোনটি আগামী ৫ মাস জাপানে অবস্থান করবে। এটি প্রায় ১৫ কি.মি. পর্যন্ত এলাকা পর্যবেক্ষণ করবে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনটির আকাশে ওঠা,ভূমিতে অবতরণ ইউকোটা রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। যখন এটি অতি উপরে উঠে যাবে তখন যুক্তরাষ্ট্র এটি নিয়ন্ত্রণ করবে।

মার্কিন সামরিক বাহিনী জানায়, জাপানের নিরাপত্তার প্রশ্নে আরো চারটি গ্লোবাল হক ড্রোন ও ১১০ জন কর্মী শীঘ্রই জাপানে পৌঁছে যাবে।

গত মাসে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার সেইয়াড ওয়াশিংটন বলেন, জাপানের নিরাপত্তা ও ওই অঞ্চলের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্র কার্যক্রম অব্যাহত রেখেছে।

জাপানের ওকিনাওয়া দ্বীপে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার পর পরই ড্রোন স্থাপনের ঘোষণা আসে।

পূর্বাশানিউজ/০৩-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি