সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সম্প্রীতির নজির, বিয়ের কার্ডে গনেশ মুর্তি ছাপালেন মুসলিম ব্যক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশজুড়ে যখন বিভাজনের নানা ঘটনা প্রকাশ্যে আসছে, তখনই সাম্প্রদায়িক সম্প্রীতির নয়া নজির গড়লেন মুসলিম এই ব্যক্তি । মুসলিম হয়ে বিয়ের কার্ডে ছাপালেন গণেশের মূর্তি । হিন্দু বন্ধুদের নিজের বিয়েতে নিমন্ত্রণ করার জন্য অভিনব এই পন্থা নিয়েছেন মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার বাসিন্দা সালিম।

সালিমের এই সাহসী পদক্ষেপ ধর্মবিরোধী বলে মনে করেছেন অনেকেই । বিরোধিতা শুরু হয় সব মহলে । তাই হুমকিও আসতে শুরু করে তাদের বাড়িতে । সালিমের বড় ভাই আরিফের কাছে বিস্তর হুমকি আসে এই বলে যে এমন পদক্ষেপ ধর্মত্যাগের সমান । তবে আরিফ ও সালিমের পরিবার তাতে কর্ণপাত করতে নারাজ ।

সালিমের বন্ধুরা তার এই সিদ্ধান্তে আপ্লুত । তারা মনে করেন যে গোটা দেশে যেখানে প্রতিদিন সাম্প্রদায়িক হিংসা বেড়ে চলেছে সেখানে তাদের বন্ধুর এই পদক্ষের অত্যন্ত প্রশংসনীয় । এর জেরে দুই সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে ।
তবে এটাই প্রথম নয় । এর কয়েকদিন আগেই মালদহে ধর্মীয় ভেদাভেদ দূরে সরিয়ে রেখেই মিছিল করে হিন্দু ব্যক্তির মৃতদেহ সৎকারে নিয়ে গিয়েছিলেন মুসলিম ভাইরা ।

পূর্বাশানিউজ/০৩-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি