সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রিন্সেস ডায়ানার অজানা কাহিনী নিয়ে ডকুমেন্টারি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রিন্সেস ডায়ানা মারা গেছেন ২০ বছর আগে। কিন্তু আজও তাকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনের অজানা কাহিনী নিয়ে এবার নির্মিত হতে যাচ্ছে ডকুমেন্টারি ফিল্ম। ডায়নাকে নিয়ে তথ্যচিত্র এই প্রথম নয়; আগেও হয়েছে অনেক। তবে সেগুলো সমালোচকদের দৃষ্টিভঙ্গি থেকে। তবে এই তথ্যচিত্রটি ডায়নার ঘনিষ্ঠজনদের দৃষ্টিভঙ্গি থেকেই নির্মিত হতে যাচ্ছে। যাদের সাথে তার শেষ কথাগুলো হয়েছে তাদের মাধ্যমেই তার দীর্ঘস্থায়ী ঐতিহ্য তুলে ধরা হবে।

জানা গেছে, মানবতার স্বপক্ষে ডায়নার অবদান এবং মা হিসেবে তার প্রভাব এর বাস্তব ঘটনা এই ডকুমেন্টারিতে দেখানো হবে। যা তারা ডায়নার দুই সন্তান রাজপুত্র হ্যারি এবং উইলিয়াম ও ক্যামব্রিজের সাক্ষাতকারের মাধ্যমে তুলে ধরা হবে। যেখানে রাজ পুত্রদ্বয় খোলামেলা ও গভীরভাবে তাদের মা এবং তাদের জীবন গঠনে তাদের মায়ের প্রভাব বর্ননা করবে।

এদিকে অই তথ্য চিত্রের নির্বাহী প্রযোজক নিক কেট এক বিবৃতিতে বলেন, “এই ডকুমেন্টারিতে রাজকুমারী ডায়ানাকে এমনভাবে দেখানো হবে যা আগে কখনও দেখা যায়নি। কারণ এই ডকুমেন্টারিতে এমন সব তথ্য ধরতে এমন দুই জন মানুষ সাহায্য করবে যে দুইজন মানুষ কিনা তার সেরাটা জানত। ”

উল্লেখ্য, ১৯৯৭ সালের সেপ্টেম্বরে একটি গাড়ির দুর্ঘটনায় ডায়ানার মৃত্যু হয় ডায়নার। তার ওপর নির্মিত এই ডকুমেন্টারি চলতি বছরই বিশ্বজুড়ে মুক্তি পাবে

৩ মে ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি