সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মমতার সঙ্গে সখ্যতার কারণে কলকাতার ডেপুটি হাই কমিশনারকে সরানো হল!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধিক সখ্যতার কারণে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে ভারতের দৈনিক যুগশঙ্খ পত্রিকা।

বুধবার পত্রিকাটির কলকাতা সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই তাকে নাম ধরে ডাকতেন। কিন্তু তা সত্ত্বেও তিস্তার পানি বন্টন চুক্তির প্রশ্নে মমতার কঠোর মনোভাবকে নরম করতে পারেনি কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। আর খানিকটা এই কারণেই তাকে মেয়াদ শেষ হওয়ার আগেই সরে যেত হল কলকাতা থেকে। এমনটাই খবর ঢাকা সূত্রের।

পত্রিকাটি লিখেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা মাথায় রেখে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদকে চীনের কুনমিংয়ে বদলি করার খবরে চাঞ্চল্য তৈরি হয়েছে। ডেপুটি হাইকমিশনার হিসেবে আহাদের তিন বছরের মেয়াদ শেষের আগেই তাকে সরানো নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে।

সূত্রের বরাত দিয়ে যুগশঙ্খ জানান, নানা কারণে ঢাকা তার প্রতি প্রসন্ন নয়। তিস্তার পানি বন্টন চুক্তির প্রশ্নে একজন কূটনৈতিক হিসেবে তিস্তার জলচুক্তির বিরোধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাংলাদেশের বক্তব্য পেশ করে তাকে নরম করতে ব্যর্থ জকি আহাদ।

অন্যদিকে আওয়ামী লীগের নেতারা নানা কাজে কলকাতায় গিয়ে জকি আহাদের কাছে প্রত্যাশিত সংবর্ধনা পাননি। এছাড়া তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ যে দুই বিরোধী দল বিএনপি ও জামায়াতের নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে। শুধু তাই নয়, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাসে সরকার বিরোধী লবি কাজ করছে বলে জানতে পেরেছে ঢাকা। যদিও বদলির ব্যাপারে জকি আহাদের কোনও প্রতিক্রিয়া জানা সম্ভবপর হয়নি।

০৩/০৫/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি