বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নিলামে উঠল বিলাসবহুল ১১৩ গাড়ি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

পর্যটন সুবিধায় আনা বিলাসবহুল ১১৩ গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস। ল্যান্ড রোভার, বিএমডব্লিউ, মার্সিডিজ, জাগুয়ার, ফোর্ডসহ নামিদামি ব্র্যান্ডের গাড়ি নিলামে তোলা হয়েছে। এসব গাড়ির নিলামে অংশগ্রহণ করতে পারবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান। এবার নিলামে বেশিসংখ্যক দরদাতা আকৃষ্ট করতে দেশের ১৮টি স্থানে দরপত্র জমা নেওয়ার স্থান নির্ধারণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আগামী ২৩ থেকে ২৪ মে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের ১৮টি স্থানে নিলামের দরপত্র জমা দেওয়া যাবে।

কাস্টমস কর্মকর্তারা জানান, পর্যটকদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ‘কারনেট দ্য প্যাসেজের’ আওতায় এসব গাড়ি এনেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা। এসব গাড়ি নির্ধারিত সময়ের পরে ফেরত নেওয়ার শর্তে ২০১৩ সাল পর্যন্ত খালাসের ছাড়পত্র দিয়েছিল কাস্টমস। তবে এ সুবিধার অপব্যবহার করায় ২০১৩ সাল থেকে শুল্ক-কর পরিশোধ করে গাড়ি খালাসে বাধ্যবাধকতা জারি করে কাস্টমস। এরপর আর কেউ এসব গাড়ি খালাস নেয়নি। খালাস না হওয়া এসব গাড়িই নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস কর্মকর্তারা জানান, পর্যটক সুবিধায় আনা গাড়ি প্রথম নিলামে তোলা হয় গত বছর আগস্টে। প্রথম নিলামে ৮৫টি গাড়ি বিক্রির জন্য তোলা হয়েছিল। নিলামে অংশগ্রহণ করেছিলেন অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানও। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ একটি গাড়িও বিক্রি করেনি।

চট্টগ্রাম কাস্টমস সূত্র জানায়, নিলামের নিয়মানুযায়ী, প্রতিটি গাড়ির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়। এই সংরক্ষিত মূল্য হচ্ছে শুল্ক-করসহ গাড়ির দাম। এই দামের ৬০ শতাংশ বা তার বেশি দর না পড়লে প্রথম নিলামে কোনো গাড়ি বিক্রির অনুমোদন দেওয়া যায় না। প্রথম নিলামে সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশের বেশি দর না পড়ায় একটি গাড়িও বিক্রি হয়নি।

নিলামের নিয়মানুযায়ী, সাধারণত প্রথমবার কাস্টমসের সংরক্ষিত মূল্যের ৬০ শতাংশ বা তদূর্ধŸ হলে এবং সর্বোচ্চ দরদাতা হলে নিলামে বিক্রির অনুমোদন দিতে পারে কাস্টমস। তবে একই পণ্য প্রথমবার নিলামে বিক্রি না হলে দ্বিতীয়বার নিলামে প্রথমবারের চেয়ে বেশি দর পড়লে বিক্রির অনুমোদন দেওয়া হয়। আবার তৃতীয়বারে নিলামে যে কোনো দরে বিক্রি করতে পারে কাস্টমস।

নিলামে তোলা ১১৩টি গাড়ির মধ্যে ৮৫টি গাড়ি দুই বা ততোধিকবার নিলামে উঠেছে। আর ২৮টি গাড়ি প্রথমবার নিলামে উঠেছে। এ ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয়বার নিলামে ওঠা গাড়ি বিক্রির সম্ভাবনাই বেশি।

কাস্টমস কর্মকর্তারা জানান, নিলামে তোলা গাড়িগুলোর বয়স সর্বনিম্ন ১০ থেকে ২২ বছর। সবগুলো গাড়িই বন্দরে পড়েছিল চার থেকে ছয় বছর ধরে। এসব গাড়ি কনটেইনার ভেতর পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এসব গাড়ি কেনার পরও মেরামত করে চালাতে হবে। আবার নিলামে পেলেও ছাড় করতে হলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিজ উদ্যোগে অনুমতি নিতে হবে।

পূর্বাশানিউজ/০৮-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি