বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী বছরের বাজেট হবে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

বরাবরের মতো এবারো কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না উল্লেখ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট হবে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা।

শনিবার দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।

এ সময় মুহিত বলেন, বরাবরের মতো এবারো কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না।

মন্ত্রী বলেন, বৈধপথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করতে চার্জ না নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

এছাড়া যাদের ভালো গাড়ি ও বাড়ি রয়েছে তাদের ট্যাক্স নির্ধারণ করে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

পূর্বাশানিউজ/১৩-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি