বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জলাবদ্ধতা নিরসন, নাকি অর্থের অপচয়?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯৯৫ সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ড্রেনেজ মহাপরিকল্পনায় তিনটি নতুন খাল খননের সুপারিশ করেন নগর পরিকল্পনাবিদরা। ২০১০ সালে নতুন একটি খাল খননের প্রকল্প গ্রহণ করে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। ২০১৪ সালে মন্ত্রণালয়ের অনুমোদনের পর ইতোমধ্যে ওই প্রকল্পে অর্থ ছাড়ও শুরু হয়েছে। কিন্তু এখন নতুন এ খাল খননের প্রয়োজনীয়তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

প্রশ্ন উঠেছে, জলাবদ্ধতা নিরসনে নতুন খাল খনন লাগবে, নাকি বিদ্যমান ৩৯টি খালের সঠিক পরিচর্যায় নিরসন হবে জলাবদ্ধতা? নগরীর জলাবদ্ধতা নিরসনে নতুন ড্রেনেজ মহাপরিকল্পনা গ্রহণ করে চট্টগ্রাম ওয়াসা। ওয়াসার পরিকল্পনায় নতুন খাল খননের পরিবর্তে বিদ্যমান খালগুলোর পরিচর্যার কথা বলা হয়। এরপরই এই প্রশ্ন ঘুরাপাক খাচ্ছে সংশ্লিষ্ট মহলে।

গত বৃহস্পতিবার চট্টগ্রামের ড্রেনেজ ও স্যানিটেশন মহাপরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে ওয়াসার চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী করপোরেশন ‘ড্রেনেজ সিস্টেম’ ও ওয়াসা ‘স্যানিটেশন সিস্টেম’ এর কাজ করবে। ওই অনুষ্ঠানে চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, ‘তিনটি নতুন খাল খননের প্রয়োজন আছে কিনা। আর যেটা বাস্তবায়নাধীন আছে, সেটির যৌক্তিকতা কতটুকু তা নির্ধারণ করতে হবে। আমরা চাই না, খাল খনন নিয়ে পরে নতুন কোনও বির্তক তৈরি হোক।’

একই অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, ‘মহাপরিকল্পনা নিয়ে এক বছরের মতো কাজ করছি। নগরীতে ৩৯টি খাল রয়েছে। আমরা যদি খালগুলোকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি। তবে নতুন খাল খনন করার প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘নতুন এ ড্রেনেজ মহাপরিকল্পনায় নতুন খাল খনন করতে হবে কিনা? অথবা যেগুলো আছে সেগুলো কী পরিমাণ প্রশস্ত করতে হবে, এ বিষয়গুলো যদি নির্ধারণ করে দেওয়া হয়, তবে ইনভেস্টমেন্ট প্রজেক্ট তৈরি করতে আমাদের সহজ হতো।’

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, বর্তমানে নগরীতে ৩৯টি খাল আছে। এর মধ্যে ২২টি খাল কর্ণফুলী নদীতে, দুটি হালদা নদীতে এবং বাকি ১৫টি খাল সরাসরি সাগরে পতিত হয়েছে। এ খালগুলো থাকার পরও নতুন কোনও খাল খনন লাগবে কিনা তা নিয়ে দিধায় রয়েছে নগর পরিকল্পনাবিদরা।

অন্যদিকে ১৯৯৫ সালে করা সিডিএ ওই মহাপরিকল্পনার মেয়াদও শেষ। সিডিএ’র করা ওই মহাপরিকল্পনার মেয়াদ ছিল ২০ বছর। ২০১৫ সালে ওই মহাপরিকল্পনার মেয়াদ শেষ হলেও দীর্ঘ এ সময়ে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মেয়াদোর্ত্তীণ ওই মহাপরিকল্পনার আলোকে এখন খাল খনন করা ঠিক হবে কিনা সেটিও প্রশ্ন রাখেন নগর পরিকল্পনাবিদরা।

এ সর্ম্পকে নগর বিশেষজ্ঞ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার বলেন, ‘নগরীর জলাবদ্ধতা নিরসনে নতুন খাল খননের প্রয়োজন নেই ঠিক তা নয়। খাল খনন করতে হবে। খননের পর আবার দখল হয়ে গেলে তো কোনও কাজে আসবে না। পুরনো খালগুলোও দখলমুক্ত করা দরকার।’

তিনি আরও বলেন, ‘সিডিএ’র মহাপরিকল্পনা পাঁচ বছর অন্তর অন্তর নবায়ণ করার কথা থাকলেও গত বিশ বছরে একবারও নবায়ণ করা হয়নি। ওই মহাপরিকল্পনা নবায়ণ করা উচিত।’

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান এসএম নজরুল ইসলাম বলেন, ‘সিডিএ যে মহাপরিকল্পনা তৈরি করেছিল, তা মোডিফাই করে ওয়াসা এ মহাপরিকল্পনা তৈরি করেছে। কারণ, ওই সময়ের চট্টগ্রাম আর এখনকার চট্টগ্রাম এক নয়। সরকার অনুমোদন দিলে এ প্রকল্পের কাজ শুরু হবে।’

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুল্লাহ বলেন, ‘আমাদের বিশেষজ্ঞ টিম স্টাডি করে দেখেছে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনের জন্য নতুন খাল খননের প্রয়োজন নেই। যেখানে পুরনো খালগুলো দখল হয়ে আছে, সেখানে নতুন খাল করা অনর্থক। আরএস বিএস জরিপ ধরে দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করলেই জলাবদ্ধতা কেটে যাবে।’

তিনি আরও বলেন, ‘দখল হওয়া খালগুলো উদ্ধার না করে নতুন খাল মানে অর্থের অপচয়। যদি কোনও খাল না থাকতো তাহলে না হয় খাল খনন প্রয়োজন ছিল। যেখানে ৩৯ টির মতো খাল বিদ্যামান আছে, সেখানে ফের জমি নষ্ট করার কী প্রয়োজন?’

ড্রেনেজ ও স্যানিটেশন মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে জানান ওয়াসা কর্মকর্তারা। এর মধ্যে ড্রেনেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে এক হাজার ৮০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে। ২০৩০ সালের মধ্যে এ কাজ সম্পন্ন হবে।

পূর্বাশানিউজ/১৪-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি