বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাংবাদিককে লোহার রড দিয়ে পেটালেন উপজেলা চেয়ারম্যান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭


পূর্বাশা ডেস্ক:

ঝালকাঠি ১ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও আলোচিত রেইনট্রি হোটেলের মালিক বজলুল হক হারুনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইক দেওয়ার দায়ে ঝালকাঠির কাঁঠালিয়ায় এক সাংবাদিককে লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে কাঁঠালিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পেছনে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার ওই সাংবাদিকের নাম এইচ এম বাদল। তিনি আঞ্চলিক দৈনিক বরিশাল প্রতিদিনের কাাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি। গুরুতর অবস্থায় গতরাতে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সাংবাদিক বাদল অভিযোগ করেন, সংসদ সদস্য বজলুল হক হারুনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেসবুকে লাইক দেওয়ার অপরাধে তাকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে কাঁঠালিয়া বাজার থেকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদারের লোকজন। তাকে স্থানীয় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পেছনে নিয়ে চেয়ারম্যান নিজে এবং তার ২০-২৫ সহযোগী মিলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। বাদল মাটিতে লুটিয়ে পড়লে তাকে ফেলে রেখে হামলাকারীরা চলে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাকিব রহমান বলেন, “আহত বাদলের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহত সাংবাদিকের পরিবার। হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করে কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার বলেন, “বাদলকে কারা মারধর করেছে, আমার জানা নেই। আমি বা আমার কোনো লোকজন তাকে মারেনি। ”
17 May, 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি