বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আত্মোৎসর্গকারী ৩ বাংলাদেশিকে জাতিসংঘের সম্মাননা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী তিন বাংলাদেশিকে ‘দ্যাগ হ্যামারশোল্ড মেডেল’ দিয়ে সম্মাননা জানানো হয়েছে। বুধবার জাতিসংঘ সদর দফতরে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশসহ ৪৩টি দেশের স্থায়ী প্রতিনিধির হাতে এই মেডেল তুলে দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশন বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের মালি মিশনে কর্তব্যরত অবস্থায় ২০১৬ সালের ১৩ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মো. আবুল বাসার এবং একই মিশনে কর্তব্যরত বাংলাদেশ পুলিশের কনস্টেবল মোতাহের হোসেন নিহত হন। একই বছরের ১৫ মে নিহত হন মো. সামিদুল ইসলাম। এই তিন শান্তিরক্ষীকে দেয়া দ্যাগ হ্যামারশোল্ড মেডেল গ্রহণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।

অনুষ্ঠানে  জাতিসংঘের মহাসচিব নিজের বক্তব্যে বলেন,  আমরা আজ যাদের সম্মান জানালাম, তারা পৃথিবীর সবচেয়ে দুর্দশাগ্রস্ত মানুষগুলোকে রক্ষা এবং সেসব দেশকে সংঘাত থেকে শান্তিতে উত্তরণের মতো কঠিন কাজে সহযোগিতা করতে গিয়ে জীবন দিয়েছেন।
এ সময় বাংলাদেশ স্থায়ী মিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদসহ জাতিসংঘে কর্মরত বাংলাদেশ সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/২৫-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি