বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


জেমস ক্যামরনের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বিশ্বের এ যাবৎ সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে টাইটানিক অন্যতম। এই সিনেমার মধ্য দিয়েই রাতারাতি সারা বিশ্বের সিনেমাপ্রেমিদের কাছে সুপরিচিত হয়ে উঠেন পরিচালক জেমস ক্যামরন। শুধু পরিচিতি নয়, টাইটানিক সিনেমা থেকে তিনি আয় করেছেন কয়েকশো মিলিয়ন ডলারও। কিন্তু তার এই আয়ে এবার ভাগ বসাতে চাইছেন ফ্লোরিডার এক ব্যক্তি।

জ্যাক ডাওসন নামে ওই ব্যক্তি দাবি করলেন, টাইটানিকের পরিচালক ক্যামেরন সিনেমাটির প্রধান চরিত্র জ্যাক-এর গল্পটি তার কাছ থেকে চুরি করেছেন। এ কারণে তিনি ক্যামেরনের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা দায়ের করেছেন।

আদালতে বলা হয়েছে, বিষয়টি ভালো করে খতিয়ে দেখার পরই রায় ঘোষণা করা হবে। অপরদিকে, এমন অভিযোগে আকাশ থেকে পড়লেন ক্যামেরন। তিনি বলছেন, ‘অভিনেতা লিও ডি ক্যাপ্রিও অভিনীত জ্যাক চরিত্রের বর্ণনা নিতান্তই একটি কথোপকথনের মাধ্যমে তার মাথায় আসে।’

ক্যামরন বলেন, ‘১৯১২ সালের এপ্রিলে টাইটানিকের ১,৫১৭ জন মানুষ প্রাণ হারিয়েছিল, এটি শুধুমাত্র একটি বিশেষ কাহিনী। গল্প চুরি করার মত এখানে কিছুই নেই।’

২০০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত টাইটানিক সম্পর্কে এমন তথ্য সবাইকে ধাক্কা দিলেও এ ব্যাপারে নিশ্চিত করে এখনো কিছু বলা যাচ্ছে না।

পূর্বাশানিউজ/২৫-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি