রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আ’লীগের সঙ্গে লিয়াঁজো করে চলছেন বিএনপি নেতারা!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বগুড়ায় বিএনপির মনোনয়নে নির্বাচিত বেশ কয়েকজন উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের বিরুদ্ধে সরকারি দলের সঙ্গে লিয়াঁজো করে চলার অভিযোগ উঠেছে। সরকারি দলের নেতাদের খুশি করতে তারা বিএনপির দলীয় কর্মসূচি এড়িয়ে চলছেন। এমনকি সর্বশেষ দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকীতে সপ্তাহব্যাপী জেলা বিএনপির কর্মসূচিতেও অংশ নেয়নি। ফলে দলের শৃঙ্খলা ভেঙ্গে পড়ছে বলে মনে করছেন বিএনপির নেতা-কর্মী ও শুভাকাঙ্খীরা।

দলীয় সূত্রে জানা গেছে, শুধু আওয়ামী লীগের সঙ্গে লিয়াঁজোই নয়, বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত জেলার শাজাহানপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার বাদল বিএনপির হরতাল অবরোধ চলাকালে শহরেরর সাতমাথায় আওয়ামী লীগের হরতাল অবরোধবিরোধী মানববন্ধনে অংশ নিয়েছেন। এরপর থেকে নেতাকর্মীদের সমালোচনার মুখে সরকার বাদল কোনঠাসা হয়ে পড়েন।

জেলা বিএনপির সদস্য সরকার বাদল গত পাঁচ বছরেও দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। এসময়ে দলও তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি।

বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনাকে প্রকাশ্য সমর্থন দিয়েছিল সদর উপজেলা আওয়ামীলীগ। নেতাকর্মীদের অভিযোগ- উপজেলা চেয়ারম্যান হেনা বিএনপির দূর্দিনে নেতাকর্মীদের পাশে দাঁড়াননি। আওয়ামী লীগ থেকে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মিলেমিশে সময় পার করছেন তিনি। নিজ দলের কর্মসূচিতেও তাকে দেখা যায়নি তেমন একটা।

আর হেনার বড় ভাই শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী আতোয়ার ফজু গত ইউপি নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন। পরে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

এদিকে, জেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মাহবুবর রহমান বিএনপির মনোনয়নে পরপর তিনবার বগুড়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন। নেতাকর্মীদের অভিযোগ, দলের সভাপতি পদ চলে যাওয়ার পর থেকে দলের কোনো কর্মসূচিতে তাকে পাওয়া যায়নি। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছেন তিনি। জেলা যুবদলের দু-একটি অনুষ্ঠান ছাড়া তাকে দলীয় অফিসে দেখা যায় না বলে নেতাকর্মীরা জানিয়েছেন।

জানা গেছে, দুই মাস আগে হাট-বাজার ইজারা নিয়ে সরকার দলীয় এক নেতা শারিরিক ভাবে লাঞ্ছিত করেন মেয়র মাহবুবর রহমানকে। সে ঘটনায় দলীয় কোনো সহযোগিতা না নিয়ে আওয়ামী লীগ নেতাদের মধ্যস্থতায় সমঝোতা করেন তিনি।

সর্বশেষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে বগুড়া জেলা বিএনপি সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করে গত ২৫ মে। ২৬ মে থেকে শুরু হওয়া কর্মসূচিতে উল্লেখিত নেতাদের কাউকে পাওয়া যায়নি।

অপরদিকে, দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ১ জুন জেলা বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচিতে যাননি অসুস্থতার অজুহাতে। অথচ ওই দিনই তাকে দেখা গেছে জেলা আওয়ামী লীগ সভাপতির সঙ্গে এক ইফতার পার্টিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি ভাইরাল হওয়ার পর শুক্রবার বিকেলে কেন্দ্র থেকে শোকজ করা হয় জয়নাল আবেদীন চাঁনকে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে।

বিএনপির ঘাটি হিসেবে পরিচিত বগুড়ায় বিএনপির এই লেজেগোবরে অবস্থার দ্রুত নিরসন চায় মাঠপর্যায়ের নেতাকর্মীরা। জেলা বিএনপিতে এখন শুদ্ধি অভিযান জরুরি হয়ে পড়েছে বলেও মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তবে প্রকাশ্যে মুখ খুলতে চান না কেউ। এবিষয়ে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

পূর্বাশানিউজ/০৩-জুন,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি