বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাংবাদিক হত্যা মামলায় আসামির জামিনে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার অন্যতম আসামি হাবিবুল হক মিন্টু অবশেষে জামিনে ছাড়া পেলেন। মিন্টু সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত ২ নম্বর আসামি। প্রধান আসামি শাহজাদপুরের আলোচিত মেয়র হালিমুল হক মিরুর ভাই তিনি।

গত ২৯ এপ্রিল হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ মিন্টুকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন।

রোববার সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেই জামিনাদেশ দাখিল করা হয়। পরে বিকেলে তিনি কারাগার থেকে বের হয়ে আসেন বলে জেলা কারা তত্ত্বাবধায়ক আল-মামুন জানান।

গত ২ ফেব্রুয়ারি সংঘর্ষে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হওয়ার সময় মেয়র মিরুর লাইসেন্সকৃত শটগানের পাশাপাশি মিন্টু তার অবৈধ পাইপগান দিয়ে গুলি ছোড়েন। যেটি মিন্টুর স্বীকারোক্তি অনুযায়ী গত ৭ মার্চ মেয়রের বাড়ির পেছনের ডোবা থেকে পুলিশ উদ্ধার করে।

এ মামলার প্রধান আসামি মেয়র মিরু চিকিৎসকের পরামর্শে ও কারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বর্তমানে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রয়েছেন। শারীরিক নানাবিধ জটিলতার কারণে  সপ্তাহে তাকে সিরাজগঞ্জ জেলা কারগার থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

সাংবাদিক শিমুল হত্যাকাণ্ডের মামলায় পুলিশ ২ মে মেয়র মিরু ও মিন্টুসহ ৩৮ জনের নামে শাহজাদপুর আমলি আদালতে চার্জশিট জমা দিয়েছে। কিন্তু ৩৫ দিনেও সেই চার্জশিট আদালতে আমলে নেওয়া হয়নি। আগামী ১৩ জুন শাহজাদপুর আদালতে এ মামলার পরবর্তী শুনানি রয়েছে।

২ ফেব্রুয়ারি অপহৃত ছাত্রলীগ নেতা বিজয় মাহমুদকে উদ্ধার করার ঘটনায় শাহজাদপুর পৌর শহরের মনিরামপুরে মেয়র মিরু ও তার ভাইদের সঙ্গে স্থানীয় সরকার দলীয় নেতাকর্মীর সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক শিমুল গুলিবিদ্ধ হন। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় তার স্ত্রী, মেয়র মিরু ও মিন্টুসহ জ্ঞাত-অজ্ঞাত মিলে ৪০-৪২ জনের নামে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন।

পূর্বাশানিউজ/০৫-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি