রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান মারা গেছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতি লতিফুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার রাজধানীর শমরিতা হাসপাতালে সকাল ৭টা ৩৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আর সকাল সাড়ে ১০টার দিকে তার পরিবারের সদস্যরা তার মরদেহ বাসায় নিয়ে যান।

মঙ্গলবার সকালে শমরিতা হাসপাতালের হেল্প ডেস্ক ও আইসিইউ ডিপার্টমেন্ট থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মৃত্যুকালে লতিফুর রহমানের বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী আয়েশা রহমান, তিন মেয়ে- শম্পা, রুম্পা ও নিপাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ২৭ মে বিকেল সাড়ে ৫টায় ইউনাইটেড হাসপাতাল থেকে শমরিতা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। লতিফুর রহমান নিউমোনিয়াসহ নানা রোগে ভুগছিলেন।

পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি