রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার মাওয়ায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিশ্বের সবচেয়ে শক্তিশালী হ্যামার আইএইচসি ৩০০০ এখন মাওয়ায়। গত ২৭ এপ্রিল জার্মানীর মিউনিখে তৈরি এ হ্যামারটি নেদারল্যান্ডে পোর্ট অব রটারড্যাম থেকে রওনা দেয়। আজ সোমবার সকালে পদ্মা সেতু প্রকল্প এলাকায় হ্যামারটি এসে পৌঁছায়।

হ্যামারটি সবোর্চ্চ ৩০০০ কিলোজুল শক্তিসম্পন্ন এবং এর ওজন ৩৮০ টন। আগামী ৭ দিনের মধ্যে পাইলিং কাজে যোগ দেবে এটি। যে দুটি হ্যামার এখন ব্যবহৃত হচ্ছে তার শক্তি ২৪০০ এবং ২০০০ কিলোজুল।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ৩৯ দিন শেষে সোমবার সকালে পদ্ম সেতু প্রকল্প এলাকায় হ্যামারটি এসেছে। পদ্মা সেতু প্রকল্পের পাইলিং কাজে যোগ দেবে আগামী এক সপ্তাহের মধ্যে।

বর্তমানে মাওয়া প্রান্তে মূল সেতুর ৩, ৪ এবং ৫ নম্বর পিয়ারের কাজ ২৪০০ কিলোজুল হ্যামার দিয়ে চলছে। নতুন হ্যামারটি জাজিরা প্রান্তের ৪১ নম্বর পিয়ারে অবশিষ্ট ২টি পাইলিং কাজে যোগ দিবে। ৪১ নম্বর পাইলিংয়ের কাজ শেষে ৩৪, ৩৩, ৩২, ৩১ এভাবে পর্যায়ক্রমে মাওয়ার দিকে এগোতে থাকবে বিশ্বের শক্তিশালি এ হ্যামারটি।

চায়না মেজর ব্রিজ (এমবিইসি) প্রকৌশলীর মতে, কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে বার্জে তুলে পাইপ নিয়ে আসার পর তা গোলাকার গাইডিং ফ্রেমে তোলা হয়। গাইডিং ফ্রেমের হাইড্রলিক জ্যাকের সাহায্যে তা ১/৬ অনুপাতে স্টেবল করা হয়। তারপর ক্রেনের সাহয্যে হাইড্রলিক হ্যামার দিয়ে পাইল পদ্মার তলদেশে নিয়ে যাওয়া শুরু হয়।

সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে জানান, পদ্মা সেতু প্রকল্পের ৪৩ শতাংশ কাজ শেষ হয়েছে।

পূর্বাশানিউজ/০৬-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি