সোমবার,৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


লেনদেন কমছে পুঁজিবাজারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক :

গেল সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন ব্যাপকভাবে কমে গেছে। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ২ হাজার ৩১৭ কোটি ৪৪ লাখ টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ২ হাজার ৭৮০ কোটি টাকা। অর্থাতৎ সদ্য বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ১৬ দশমিক ৬৪ শতাংশ।

ডিএসইর তথ্যে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসই-এর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭ দশমিক ৪২ পয়েন্ট। ডিএসই৩০ সূচক কমেছে ৫ দশমিক ৭৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক কমেছে ৬ দশমিক ৪২ পয়েন্ট। গেল সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে ১৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে এবং কমেছে ১৬৩টির। গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাত। এ সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৮ দশমিক ৯ শতাংশ ছিল বস্ত্র খাতের কোম্পানিগুলো ঘিরে। দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ ও রসায়ন খাত। এ খাতের কোম্পানিগুলোতে লেনদেন হয়েছে ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ৯ শতাংশ। তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক খাত। এ খাতে লেনদেন হয়েছে ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ২ শতাংশ। জ্বালানী ও বিদ্যুত্ খাতের কোম্পানিগুলোতে লেনদেন হয়েছে ১০ দশমিক ৫ শতাংশ। গেল সপ্তাহে ডিএসইতে শেয়ারের দাম কমার ক্ষেত্রে শীর্ষে ছিল বীমা খাতের কোম্পানিগুলো।

এরমধ্যে পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১০ দশমিক ১৭ শতাংশ। ফার্স্ট ফাইন্যান্সের শেয়ারের দাম কমেছে ১০ দশমিক ৮ শতাংশ। এবি ব্যাংকের শেয়ারের দাম কমেছে ৯ দশমিক ৬৪ শতাংশ। এছাড়া শীর্ষ দর হারানো কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি, ইয়াকিন পলিমার, এসইএসএর আইবিবিএল শরীয়াহ ফান্ড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নর্দার্ণ জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স এবং ডেল্টা স্পিনার্স।

এদিকে গেল সপ্তাহে শেয়ারের দাম বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে ছিল ফাইন ফুডস। এ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১৪ দশমিক ১৮ শতাংশ।

পূর্বাশানিউজ/১৮-জুন,২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি