বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে গিয়ে দুই মেরুতে বাংলাদেশের প্রতিমন্ত্রী ও সাংসদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

ভারতে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরকারের একজন প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগের সাংসদ সদস্য পঞ্চজ দেবনাথ বলেছেন, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। যার কারণে হিন্দুরা ভারতে চলে আসতে বাধ্য হচ্ছেন।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশে কোন হিন্দু নির্যাতন হচ্ছে না। শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে ধর্মীয় নির্যাতনের সুযোগ নেই। হিন্দু নির্যাতন নিয়ে যে প্রচার চলছে, সেটা আসলে কিছুই নয়।

মঙ্গলবার উত্তর-পূর্ব ভারতের প্রভাবশালী দৈনিক যুগশঙ্খকে দেয়া এক সাক্ষাতকারে ক্ষমতাসীন দলের প্রতিমন্ত্রী ও এমপি এসব কথা বলেছেন।

পত্রিকাটিকে সংসদ সদস্য পঞ্চজ দেবনাথ বলেছন, হিন্দুরা বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন মূলত সম্পত্তি ও সম্ভ্রমের জন্য। বাজারে গেলে কোনও বখাটে ছেলে আপনার গালে চড় মারলে, তখন তো হাজার কোটির সম্পত্তি থাকলেই আপনি চলে যাবেন। মেয়ের নির্যাতিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে কী থাকবেন?

তিনি বলেন, হিন্দুরা মূলত সম্পত্তি ও সম্ভ্রমের কথা ভাবেন। তাই দেশ ছেড়ে ভারতে চলে আসছেন। ফলে ১৯৪৭ সাল থেকে যা চলে এসেছে, সেটা অব্যাহত রয়েছে এখনও। সেই পরিবেশটা এখনও রয়েছে বলেই হিন্দুরা দেশ ছাড়ছেন দাবি করে তিনি বলেন, আমরা সংগ্রাম করে রয়েছি। কিন্তু আগুনে যারা পড়ে, তারা চলে আসার সহজ পথটা নেয়। যাদের টাকা রয়েছে, তারা আমেরিকা, লন্ডনে যাচ্ছেন। যাদের টাকা নেই, তারা ভারতে চলে আসছেন। কারণ, মানুষ সম্পত্তি ও সম্ভ্রমের সুরক্ষা চায়। তবে এই পরিস্থিতির জন্য দেশের মৌলবাদীদের দায়ী করেছেন তিনি।

পঞ্চজের দাবি, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। সেখানে দাড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের জন্য হিন্দুরা এখনও রয়েছেন। কিন্তু মাঝেমধ্যেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দেওয়ার চেস্টা করা হযেছে। ফলে গণতন্ত্র স্থায়ী হয়নি। ধর্মীয় সংখ্যালঘুদের জোর করে তাড়ানো, কিংবা স্বেচ্ছায় দেশ ছাড়তে বাধ্য করাই হচ্ছে গোপন নীতি। বঙ্গবন্ধু হত্যার পর থেকে পরিকল্পিতবাবে সেটা চলে আসছে।

তবে হাসিনা সরকারের প্রশংসা করে তিনি বলেন, হিন্দুদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রতিক্রিয়াশীলদের প্রচন্ড চাপের মুখে কাজ করতে হচ্ছে তাকে। পরিবেশটা এমনই যে ভারতের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক কোনও চুক্তি হলে গেল গেল আওয়াজ উঠে বাংলাদেশে। কিন্তু চীনের সঙ্গে চুক্তি হলে কাকও ডাকে না।

আওয়ামী লীগের সমর্থকরা হিন্দুদের নির্যাতন করছেন, সেটা মানছেন না তিনি। তার দাবি, সেটা একটা প্রচার। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ ধারাটা ধরে রেখেছে আওয়ামী লীগই। হাসিনার সরকারের সময়ই সবচেয়ে বেশি সুরক্ষা পাচ্ছেন হিন্দুরা।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পত্রিকাটি দেয়া সাক্ষাতকারে বলেছেন, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে ধর্মীয় নির্যাতনের সুযোগ নেই। তবে বিএনপি, জামায়াত জোট সরকারের সময় আংশিক নির্যাতন হয়েছিল, এখন সেটা কঠোর হাতে দমন করা হয়েছে। আইন প্রণয়ণ করা হয়েছে সরকারিভাবে। আওয়ামী লীগের লোকজন এখন যেভাবে সতর্ক থাকে, তাতে ধর্মীয় নির্যাতনের সুযোগ নেই।

কিন্তু এরপরও হিন্দুদের ওপর নির্যাতনের যে সব ছবি উঠে আসে বাংলাদেশ থেকে, তাতে গুরুত্ব না দিয়ে মন্ত্রীর বক্তব্য বিচ্ছিন্ন যে সব ঘটনা ঘটছে, তা যে কোনও মানুষের সঙ্গেই হতে পারে। মুসলমান মুসলমানের মারামারিতেও লোক মরছে। সমাজে এসব থাকবে, সেটা হিন্দু নির্যাতন বলে আলাদা করে দেখলে চলবে না।

উল্টো তার দাবি, ভারতে অন্য ধর্মের কেউ আক্রান্ত হলে আপনারা নিশ্চয়ই বলবেন না যে ধর্মীয় নির্যাতন চলছে।
বাংলাদেশে হিন্দুদের অবস্থা বোঝাতে শাহরিয়ারের দাবি, আমার নির্বাচনী এলাকা রাজমাহীর একটি অংশে আগে পুজা হোত ৫০টি। কিন্তু গত পুজায় প্রায় ৭৭ ম-পে ঘুরেছি আমি নিজেই। গোটা দেশেই পুজোর সংখ্যা বেড়েছে।
হিন্দুদের দেশত্যাগ চলতি হার অব্যাহত রইলে আগামী ত্রিশ বছরের মধ্যে বাংলাদেশে হিন্দুশূন্য হয়ে পড়বে বলে ঢাকা বিশ্¦বিদ্যালয়ের অর্থনীতিবিদ ড. আবুল বরাকাত যে রিপোর্ট দিয়েছেন, সেটা চোখে পড়েনি বলে তার দাবি।

০৪/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি