রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঈদে বিরতিহীন কাজ করে চিকিৎসকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

ইন্দোনেশিয়ায় ঈদুল ফিতরের ছুটির মধ্যে কয়েকদিন ধরে একটানা ডিউটি করার এক পর্যায়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মালয়েশিয়ার সিনচিউ ওয়েবসাইটের খবরে বলা হয়, রাজধানী জাকার্তার একটি হাসপাতালের ওই চিকিৎসক ঈদের ছুটির মধ্যে সহকর্মীদের ডিউটিও করে দিচ্ছিলেন। যে কারণে তাকে টানা কয়েকদিন বিরতিহীনভাবে কাজ করতে হয়। এর পাশাপাশি তিনি আরও দুইটি হাসপাতালেও দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। যে কারণে তার শরীরে প্রচণ্ড চাপ পড়ে এবং ২৬ জুন তিনি মারা যান।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দুর্ভাগ্যের শিকার ওই চিকিৎসকের নাম স্তেফানস তৌফিক। তিনি বিন্তারো জায়া হাসপাতালে অ্যানেস্থেসিওলজিস্ট ছিলেন।

গত ২৬ জুন বিন্তারো জায়া হাসপাতালের একটি ওয়ার্ডে তাকে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যায়। পরীক্ষার পর জানা যায়, অপর্যাপ্ত বিশ্রামের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

তৌফিকের এক বছর বয়সী একটি ছেলে আছে। অতিরিক্ত কাজের চাপে বিশ্রামের অভাবে মানুষের মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে ফিলিপিন্সের একটি প্রখ্যাত বিজ্ঞাপন এবং জনসংযোগ কোম্পানির কর্মী মার্ক ডেভিড দেহেসা নিউমোনিয়া আক্রান্ত শরীর নিয়েই ওভারটাইম করার সময় মারা যান। ওই কোম্পানির আরও এক কর্মীর অতিরিক্ত কাজের কারণে পর্যাপ্ত বিশ্রামের অভাবে মৃত্যু হয়।

আর ২০১৩ সালে ইন্দোনেশিয়ায় ইয়ং অ্যান্ড রুবিকাম এর কপিরাইটার এক নারী টানা ৩০ ঘণ্টা কাজ করতে গিয়ে মারা যান। যদিও সেই প্রতিষ্ঠান এই অভিযোগ অস্বীকার করে।

পূর্বাশানিউজ/০৬-জুলাই,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি