শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এখন তৃতীয় লিঙ্গের জয়ীতা বিচারক


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতে এবার একজন রূপান্তরকামী বিচারক হয়েছে। চার বছর আগেও তার থাকার জায়গা ছিল না। বিহার ও বাংলাদেশ সীমাবর্তী ইসলামপুরের হোটেল থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল জয়িতা মণ্ডলকে। সেই জয়িতা মহকুমা লোক আদালতে বিচারক হয়েছেন।ইসলামপুরেই সমাজকর্মী হিসেবে কাজ করার সুবাদে স্থানীয় প্রশাসনের তাকে এ পদে নিয়োগ দিয়েছেন।
শরীরে পুরুষ, মনে নারী ২৯ বছরের জয়িতা। কয়েক বছর আগে কলকাতায় নেতাজি নগরের একটি একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে এইচআইভি সচেতনতার কাজ করতে করতেই তার প্রথম বার ইসলামপুরে যাওয়া। প্রান্তিক এলাকায় তৃতীয় লিঙ্গ তথা হিজড়ে, রূপান্তরকামীদের জন্য কাজের ইচ্ছেটা তখনই আরও জোরালো হয়ে ওঠে।
২০১৪-য় সুপ্রিম কোর্টের নালসা রায়ে তৃতীয় লিঙ্গের মানুষদের কাজ করা বা সামাজিক মর্যাদার অধিকার স্বীকৃতি পাওয়ায় জয়িতাদের লড়াই কিছুটা মসৃণ হয়েছে। রাজ্য প্রশাসন ট্রান্সজেন্ডার উন্নয়ন বোর্ড গড়ে তুলেছে।
ইসলামপুরে ১৯৭ জন ট্রান্সজেন্ডারকে নিয়ে কাজ করছেন জয়িতা। তার চেষ্টাতেই সেখানে কেন্দ্রীয় রোগী কল্যাণ সমিতি প্রকল্প বা সরকারি বৃদ্ধাবাস সামলাচ্ছেন রূপান্তরকামীরা। প্রশাসনের সাহায্যে হাতের কাজ, বিউটিশিয়ান, সেলাইয়ের কাজও শেখানো হচ্ছে অনেককে। জয়িতার কথায়, ‘এতদিন আইনি লড়াই লড়তে কোর্টে গিয়েছি। এবার নিজেই বিচারকের ভূমিকায়থাকবো।’

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি