রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মোদির সফর নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারে কাজে আসবে না!


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্প্রতি ইসরায়েল সফরকে জনসংযোগের উজ্জ্বল উদাহরণ বলা যায় দ্ব্যর্থহীনভাবে। তবে মোদির ইসরায়েল সফর সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তেল আবিব সফরের ওপর ছায়া নয়। ট্রাম্পের ছায়া সফর না হলেও মোদির এ সফরও কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয়। বিশেষ করে মানুষ ও গণমাধ্যমের প্রতিক্রিয়ায় এর গুরুত্ব স্পষ্ট। আয়োজকদের প্রতি মোদির উষ্ণ কৃতজ্ঞতা, তার সাধারণ জীবন-যাপন পদ্ধতি ইসরায়েলিদের আকৃষ্ট করেছে। তার মাধ্যমে ইসরায়েলিরা ভারতের যে সংস্কৃতির পরিচয় পেয়েছে তা অনেকদিন মনে রাখবে। তবে দেশে ফিরে আসার আগে মোদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুকে ভারত সফরের আমন্ত্রণ জানাতে ভোলেনি। তবে বিশেষজ্ঞদের মতে, ভারতের এ বন্ধুত্ব থেকে নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার খুব একটা লাভ হবে না। রাজনৈতিক নেতারা সবসময় বাস্তবে একটি ইতিবাচক লক্ষ্য নিয়ে এগিয়ে চলে। তবে এটা সবসময় কৌশল বলা যাবে না। অন্তত মোদিকে তেমনটা বলা যাবে। মোদির এ সফরের মধ্য দিয়ে ভারত-ইসরায়েল সম্পর্কের উন্নতি হয়েছে। নীতি অনুযায়ী দুই দেশের সরকারই এ থেকে উপকৃত হবে। তবে বিশেষ কারো জন্য দেশের রাজনীতিতে খুব একটা সুবিধা আসবে না।
‘চালক’ নেতানিয়াহু মোদির এই সফরকে তার রাজনৈতিক ফায়দা নেওয়ার কাজে ব্যবহার করতে চাইছে। কারণ এর আগে ইসরায়েলের কোনো প্রধানমন্ত্রীর আমলে যা হয়নি তা তার এই আমলে হলো। এটা নিয়ে সে ইসরায়েলের অভ্যন্তরের রাজনীতিতে ফায়দা নেওয়া চেষ্টা করছে। এ বিষয়ে তিনি ইসরায়েলের জনগণকে ধোঁয়াশার মধ্যে রাখছেন। দুই দেশের মধ্যকার সম্পর্ক যে একটা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট জায়গার ওপর ভিত্তি করে গড়ে ওঠেছে সেটা খোলাসা করে বলেনি নেতানিয়াহু। দিল্লি ও তেল আবিবের মধ্যে নীতিগত দিক দিয়ে যে ফারাক আছে সে বিষয়টিও তিনি বেমালুম চেপে যাচ্ছেন।
দুই নেতা ছবি ও নানা মন্তব্য বিশ্লেষণ করলে মনে হবে তাদের মধ্যকার সম্পর্ক খুব গভীর। তবে আসল বিষয় হলো, দুই দেশের মধ্যে যেসব গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলেঅ অর্থনীতি, প্রযুক্তি ও উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়ে। এটা দেখে অনেকে মনে করছেন রাজনৈতিক মতাদর্শগত দিক দিয়ে ভারত-ইসরায়েল খুব কাছের। যারা এটা ভাবছেন তারা ভুল করছেন। ধারণা আর বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য আছে। ভারত ইসরায়েলের কাছ এসেছ তাদের প্রতিরক্ষা নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষার ব্যবস্থা দিচ্ছে। আর এর ওপর নির্ভর করেই গত ২৫ বছর ধরে দু্ই দেশের সম্পর্ক মজবুত হয়েছে। এর ওপর ভিত্তি করে ধরে নেওয়া যায় না তাদের সম্পর্ক অত্যন্ত গভীর। আর এর ওপর ভিত্তি করে নেতানিয়াহুর রাজৈনতিক ক্যারিয়ারে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশ্লেষকরা।

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি