রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রাশিয়ার সঙ্গে গঠনমূলক কাজ করার পরিকল্পনা ট্রাম্পের


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জি-টোয়েন্টি সম্মেলনে দক্ষিন-পশ্চিম সিরিয়ার যুদ্ধ বিরতি নিয়ে চুক্তি শেষে রাশিয়ার সঙ্গে গঠনমূলক কাজ করার পরিকল্পনার কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্মেলন শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে বৈঠক নিয়ে ট্রাম্পের বিভিন্ন টুইটে বোঝা যাচ্ছে তাদের অভ্যন্তরিণ সম্পর্কের দৃড়তা।
তবে মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে রাশিয়াকে বারবার চাপ দেওয়ার কথা বেশ কয়েকটি টুইটেই উল্লেখ করেছেন ট্রাম্প।

টুইটে ট্রাম্প বলেন, শুক্রবার জি-টোয়েন্টি সম্মেলনে মুখোমুখি বৈঠকে পুতিন বেশ জোরের সঙ্গেই যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমি তাকে দু’বার বিষয়টি নিয়ে চেপে ধরলেও তিনি (পুতিন) দৃঢ়কণ্ঠে তা অস্বীকার করেছেন।”

এরপর সিরিয়া ও রাশিয়া সম্পর্কে ট্রাম্প বলেন, “আমরা সিরিয়ার একটি অংশে যুদ্ধবিরতি করতে সক্ষম হয়েছি। এতে করে অনেক মানুষের জীবন বাঁচবে। এখন রাশিয়ার সঙ্গে আরও গঠনমূলকভাবে কাজ করে যাওয়ার সময়।

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি