রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


১৪ বছরের কিশোরী আতায়া ইউরোপিয়ান থাইল্যান্ড গলফ বিজয়ী


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

থাই কিশোরী আতায়া তাইতিকুল সবচেয়ে কম বয়সী প্রফেশনাল গলফ প্রতিযোগিতায় জয়লাভ করার গৌরব অর্জন করেছেন। থাইল্যান্ডে নারীদের ইউরোপিয় থাইল্যান্ড গলফ প্রতিযোগিতায় অপেশাদার বা সৌখিন খেলোয়াড় হওয়ার কারণে আতায়া তার পুরস্কারের অর্থ ৪৫ হাজার ইউরো পাচ্ছেন না। কারণ তিনি পুরস্কারের অর্থ পাওয়ার যোগ্য বলে বিবেচিত হননি। পুরস্কারের এ অর্থ চলে যাচ্ছে পেশাদার গলফ নারী খেলোয়াড় মেক্সিকোর মেনেনদেজের পকেটে।

পুরস্কারের অর্থ না পেলেও ভীষণ খুশি আতায়া বলেন, আমি গর্বিত এবং গলফ চ্যাম্পিয়নশীপের এ ট্রফি থাইল্যান্ড ও থাইল্যান্ডের মানুষকে দিয়ে দেব। গত ২০ ফেব্রুয়ারি আতায়া ১৪ বছর বয়সে পা রাখেন।

আতায়া বলেন, আমার পরিবারে কেউ গলফ খেলে না। যখন আমি ছোট ছিলাম, ৬ বছর বয়সে আমার বাবা আমাকে খেলাধুলা করতে বলেন। টেনিস কিংবা গলফ খেলতে বললে আমি টেলিভিশনে গলফ খেলা দেখতে দেখতে তা পছন্দ করে ফেলি।

এর আগে এত কমবয়সে কানাডার ব্রুক হ্যান্ডারসন দেশটির নারী গলফে ২০১২ সালে ১৪ বছর ৯ মাসে শিরোপা জিতেছিলেন। তার এ রেকর্ড ছিল ৩৬ হোলের গলফ ইভেন্টে।

পূর্বাশানিউজ/১০ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি