শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মওদুদের দুর্নীতি মামলার আদালত বদলের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলা আদালত বদলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অভিযোগ গঠন বাতিল চেয়ে মওদুদের করা অপর একটি আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন আদালত।

পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

ঢাকার ৬ নম্বর বিশেষ জজ ইমরুল কায়েসের আদালতে মামলাটির বিচার কাজ চলছে। গত ১৪ জুলাই মামলাটি অভিযোগ গঠন নিয়ে শুনানির জন্য দিন নির্ধারণ ছিল। তবে মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য থাকায় মামলাটির শুনানি আগামী ৫ অক্টোবর নির্ধারণ করেছেন আদালত।

দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। মওদুদ আহমদ নিজেই তার পক্ষে শুনানি করেন। তার সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ।

খুরশীদ আলম খান ঢাকাটাইমসকে জানান, দুদকের ওই মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও আদালত পরিবর্তন চেয়ে মওদুদ আহমদ পৃথক দুটি আবেদন করেছিলেন। অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন সরাসরি খারিজ করেছেন আদালত। এছাড়া ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজকে নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে কোনো প্রকার মুলতবি না দিয়ে ছয় মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

জ্ঞাত আয় বর্হিভূতভাবে সাত কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলাটি করে দুদক।

পূর্বাশানিউজ/২৫ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি