শনিবার,৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২৪ ঘণ্টার মধ্যে সিটিসেল খুলে দেয়ার নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেলের তরঙ্গ খুলে দিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

আদালতে সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আহসানুল করিম। বিটিআরসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও ব্যারিস্টার রেজা-ই-রাকিব।

গত বছরের ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেলকে বকেয়ার ১০০ কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ। ওই টাকা পরিশোধ করায় আপিল বিভাগ আজ  মোবাইল অপারেটরটির তরঙ্গ খুলে দেয়ার নির্দেশ দেয়।

১৯৮৯ সালে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে লাইসেন্স পায় বাংলাদেশ টেলিকম লিমিটেড (বিটিএল), যা পরে মালিকানার হাতবদলে সিটিসেলে পরিণত হয়। এ কোম্পানির ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড। এছাড়া সিঙ্গাপুরের সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট লিমিটেড এর ৪৫ শতাংশ এবং ফার ইস্ট টেলিকম লিমিটেড ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ারের মালিক।

পূর্বাশানিউজ/২৫ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি