বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি থেকে ফিরেছে ৫০ হাজার অবৈধ বাংলাদেশি কর্মী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের ৫০ হাজারের বেশি অবৈধ কর্মী সাধারণ ক্ষমার আওতায় সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। সৌদি কর্তৃপক্ষ অবৈধ কর্মীদের বৈধতার জন্য প্রথম দফা ৯০ দিনের সময় শেষ হওয়ার পরেও আরও ২৪ দিন সময় বাড়িয়ে দিয়েছিল। এই সময়ের মধ্যে কেউ বৈধ হতে না পারলে তাদের দেশে ফেরত যেতে হবে। এদিকে সৌদি কর্তৃপক্ষ অবৈধ কর্মীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে বলে ঘোষণা দিয়েছে। তখন কোনো অবৈধ কর্মী ধরা পড়লে তাদের বড় অঙ্কের জরিমানাসহ দুই বছরের জেল খাটতে হবে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।

বিএমইটি জানিয়েছে, বিষয়টি নিয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে অনেক আলাপ-আলোচনা হয়েছে। কিন্ত সৌদি কর্তৃপক্ষ অবৈধ কোনো কর্মীকে দেশটিতে রাখবে না। এক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তবে চেষ্টা চলছে অবৈধ কর্মীদের বৈধ করার। সম্প্রতি ঢাকায় সৌদি প্রতিনিধি দল সফরে এলে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিনিধি দল বিষয়টি নিয়ে তেমন কোনো কিছু বলেনি। ওই সময় অবৈধ কর্মীদের বৈধ করার জন্য অনুরোধ জানানো হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, বসবাসের অনুমতি (ইকামা) ছাড়াই অবস্থান, অনুমতি ছাড়া কাজ করা ও অবৈধ অনুপ্রবেশের মত অপরাধের ক্ষেত্রে গত ২৯ মার্চ থেকে তিন মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘোষণায় বলা হয়েছে, অবৈধ কর্মীরা আউট পাস সংগ্রহ করে দেশে ফিরতে চাইলে তাদের বিনা শাস্তিতে দেশে ফেরার সুযোগ দেয়া হবে। দূতাবাস থেকে বাংলাদেশের ৫০ হাজারের কিছু বেশি কর্মী আউট পাসের আবেদন করেছিল। তারা প্রায় সবাই দেশে ফিরে গেছেন। এর বাইরে আরও বহু অবৈধ কর্মী দেশটিতে থেকে যাচ্ছে।

এদিকে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈধ কাগজপত্রহীন ১৯ হাজার ৮৩৩ বাংলাদেশি ইতোমধ্যে সাধারণ ক্ষমার সুযোগে দেশে ফিরেছেন। নির্ধারিত সময়ের মধ্যে আউট পাস ও এক্সিট ভিসা সংগ্রহ করে দেশে ফেরত না গেলে এক লাখ সৌদি রিয়াল জরিমানা ও দুই বছর কারাদ- হতে পারে বলে সতর্ক করে দিয়েছে সৌদি অভিবাসন দফতর।

সৌদি আরবের নিয়ম অনুযায়ী কোনো অবৈধ অভিবাসী ধরা পড়লে তাকে জরিমানা বা শাস্তির মুখোমুখি হতে হবে। দেশে ফেরত পাঠানোর আগে তার আঙ্গুলের ছাপ রেখে দেয়া হয়। ভবিষ্যতে আর যেন তারা সৌদি আরবে কাজের জন্য আসতে না পারেন।

পূর্বাশানিউজ/৩০ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি