শুক্রবার,২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় অধ্যক্ষের স্ত্রীসহ গ্রেফতার ৪


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর মিরপুরের মাদ্রাসাছাত্র হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অধ্যক্ষের স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ৭ আগস্ট সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে হাফিজুরের বাবা দুলাল মিয়া বাদী হয়ে মাদ্রাসার অধ্যক্ষ ও তার স্ত্রীসহ চারজনকে আসামি করে মামলাটি করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম।

মামলার বরাত দিয়ে তিনি জানান, ২২ দিন আগে মিরপুর ১২ নম্বর সেকশনের মারকাজুল তারতীলীল হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি হয় নয় বছর বয়সী হাফিজুর রহমান। সোমবার মাদ্রাসার ভেতরে হাফিজুর রহমানের অস্বাভাবিক মৃত্যু হয়। পরে মাদ্রাসার অধ্যক্ষের কক্ষ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, শিশুটি আত্মহত্যা করেছে। তবে দুলাল মিয়ার দাবি, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসাটির অধ্যক্ষ জোনাইদ বীন ইসাহাক ও অধ্যক্ষের স্ত্রীসহ চারজনকে আসামি করে দুলাল মিয়া মামলা করেন। পরে আসামিদের গ্রেফতার করা হয়।

এসআই আরও জানান, গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এ জন্য রিমান্ডের আবেদন করে তাদের আদালতে পাঠানো হবে।

এদিকে ময়নাতদন্ত শেষে ৮ আগস্ট মঙ্গলবার সকালে মিরপুর ১০ নম্বর গোরস্থানে ছেলের লাশ দাফন করেছেন বলে জানিয়েছেন দুলাল মিয়া।

পূর্বাশানিউজ/0৮ আগষ্ট ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি