মঙ্গলবার,২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


গাছে বেঁধে অন্তঃসত্ত্বা শেফালীকে নির্যাতন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নীলফামারীর ডিমলা উপজেলায় গরু চুরির মিথ্যা অভিযোগে গাছে বেঁধে নির্যাতনের শিকার সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ শেফালী বেগম নির্দিষ্ট সময়ের আগেই কন্যাসন্তান প্রসব করেছেন।
সোমবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার সন্তান জন্ম নেয়। তবে সময়ের আগে জন্ম হওয়ায় নবজাতকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এর আগে গত শুক্রবার গরু চুরির অভিযোগে গাছে বেঁধে নির্যাতন করে এলাকার এক প্রভাবশালী ওই গৃহবধূকে। নির্যাতনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিকভাবে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়।
সেখানেও স্থানীয় প্রভাবশালী চক্র তাকে মাদক মামলায় জড়িয়ে দেবে এমন হুমকি দিলে সে নিরাপত্তাহীনতা বোধ করে।
এক পর্যায়ে তার পরিবারের সদস্যরা শনিবার শেফালীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফেরদৌসি সুলতানা জানান, সময়ের ৯ সপ্তাহ আগে ৯০০ গ্রাম ওজন নিয়ে শিশুটির জন্ম হয়।
প্রসূতির অবস্থা কিছুটা স্বাভাবিক থাকলেও নবজাতক শিশুর অবস্থা সংকটাপন্ন। শিশুটিকে নবজাতকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
এছাড়া প্রসূতিকেও পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য, জমি সংক্রান্ত মামলা তুলে না নেয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কিছু প্রতিপক্ষ প্রভাবশালী মহল শেফালীকে গরু চুরির অপবাদ দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন চালায়। এ ঘটনায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। সাত মাসের অন্তঃসত্ত্বা শেফালী এ সময় জ্ঞান হারিয়ে ফেললে প্রভাবশালীরা চলে যায়।
পরে তার আত্মীয়স্বজনরা তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। এ ঘটনায় গত রোববার রাতে শেফালীর মামা সহিদুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে ডিমলা থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় রফিকুল ইসলাম, খালেকুম বেগম এবং গ্রাম পুলিশ সদস্য রশিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

৯ আগস্ট ২০১৭/ Choity.

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি