শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সরকারি ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে ১৬৬৩ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত


সরকারি ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে ১৬৬৩ কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সরকার নিয়ন্ত্রিত আট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এক হাজার ৬০০ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র থেকে জানা গেছে। ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) জানিয়েছে, ২৩ আগস্ট বুধবার থেকে এই বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) প্রধান মোশাররফ হোসেন খান জানান, সিদ্ধান্ত অনুসারে সোনালী ব্যাংক লিমিটেডে ৫২৭ জন, জনতা ব্যাংক লিমিটেডে ১৬১ জন, রূপালী ব্যাংক লিমিটেডে ২৮৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডে ৩৯ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ৩৫১ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ২৩১ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে একজন ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ ৭০ জনসহ মোট এক হাজার ৬৬৩ জন নিয়োগ করা হবে।

তবে প্রয়োজনে এটি কম বা বেশি হতে পারে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর টাকা ২২০০০-২৩১০০-২৪২৬০-২৫৪৮০-২৬৭৬০-২৮১০০-২৯৫১০-৩০৯৯০-৩২৫৪০-৩৪১৭০-৩৫৮৮০-৩৭৬৮০-৩৯৫৭০-৪১৫৫০-৪৩৬৩০-৪৫৮২০-৪৮১২০-৫০৫৩০-৫৩০৬০ স্কেলসহ নিয়মানুযায়ী প্রদেয় অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের বয়স ১ আগস্ট ২০১৭ সালে মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত অন্যদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত। মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

পূর্বাশানিউজ/২৩আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি