শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের সর্বোচ্চ আদালতের রায় ও পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে এই অনৈতিক ও অবৈধ সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলুকে নিয়ে শনিবার (২৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দেশে যে স্বৈরশাসক ও চক্রান্ত চেপে বসেছে- এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম করতে হবে।’

দেশে যে স্বৈরশাসক ও চক্রান্ত চেপে বসেছে- এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম করতে হবে। যতক্ষণ পর্যন্ত না গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা এই শপথ নিয়েছি।’

এ সময় ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায়ের পর প্রধান বিচারপতির সঙ্গে সরকারের মন্ত্রী ও বিভিন্ন পর্যায়ের লোকজনের বৈঠক ও সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, ‘সরকারের এমন তৎপরতা অসাংবিধানিক। এ থেকে বোঝা যায়, সরকার বিচার বিভাগের উপর প্রভাব বিস্তার করছে।’

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা দক্ষিণ মহানগর সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান।

আগস্ট ২৬, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি