মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রডবাহী কন্টেইনারের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় রডবাহী একটি কন্টেইনারের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই সড়কের জোরারগঞ্জস্থ বিএসআরএম গেইটের সামনে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন বাসের চালক আশরাফ (৪০)। অপরজনের পরিচয় জানা যায়নি।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিএসআরএম ফ্যাক্টরিতে ঢোকার সময় একটি রডবাহী কন্টেইনারে চট্টগ্রাম অভিমুখী প্রান্তিক পরিবহনের দ্রুতগতির একটি বাস মহাসড়কের ওই স্থানে এসে মাঝ বরাবর আঘাত করে। এতে হতাহতের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্বাশানিউজ/১২ সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি