সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে, ভোগান্তিতে যাত্রীরা


কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে, ভোগান্তিতে যাত্রীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

তিন পরিবহন শ্রমিককে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। কুষ্টিয়ায় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রবিবার সকাল ৬টা থেকে জেলার সকল রুটে একযোগে এই ধর্মঘট শুরু হয়।

জেলার পরিহবন মালিক সংগঠনগুলোও এই ধর্মঘটে সমর্থন জানিয়েছেন।

এদিকে, ধর্মঘটের কারণে কুষ্টিয়া থেকে কোনো রুটে বাস ও ট্রাক ছেড়ে যায়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

এর আগে, কুষ্টিয়ার বটতৈল এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি করে এক কেজি হেরোইন উদ্ধারের পর র‌্যাব সদস্যরা ওই বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেফতার করে। শনিবার সকালে কুষ্টয়ার র‌্যাব-১২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ওই শ্রমিকদের গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে আজ থেকে জেলার সব রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিহন সংগঠনগুলো।

পূর্বাশানিউজ/১৭সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি