সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


‘রাত ৮টা পর্যন্ত প্রতিমা বিসর্জন’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিমা বিসর্জনের জন্য বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সময় পাবেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রোববার সকালে সচিবালয়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার থাকবে। কোথাও যাতে কোনো অঘটন না ঘটে, সে জন্য ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে। এছাড়া অতিরিক্ত পুলিশ, র‌্যাব, আনসারের পাশাপাশি বিজিবি সদস্যরাও মোতায়ান থাকবে। তিনি বলেন, ঢাকায় একটি মনিটরিং সেল থাকবে। বিসর্জনের দিন আশুরার তাজিয়া মিছিল হবে। যাতে দুটো যাত্রা এক রুটে না হয়, সেটা মনিটরিং সেল দেখবে।

১৭ সেপ্টেম্বর ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি