শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আফগানিস্তানে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৯.২০১৭

ডেস্ক রিপোর্ট :
যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানে অতিরিক্ত ৩ হাজার সেনা মোতায়েন করবে আমেরিকা। কথিত সন্ত্রাসবিরোধী যুদ্ধের অজুহাতে এসব সেনাকে আফগানিস্তানে পাঠানো হবে বলে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সোমবার পেন্টাগনে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ এশিয়া বিষয়ে তার প্রশাসনের যে নীতি ঘোষণা করেন তার আওতায় এসব অতিরিক্ত সেনা আফগানিস্তানে পাঠানো হবে।

আগস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন, তিনি আফগানিস্তানে অতিরিক্ত সেনা পাঠানোর নির্দেশে সই করেছেন। তবে সে সময় এসব সেনার সংখ্যা নির্ধারণ করা হয়নি। তখন থেকে গতকাল (সোমবার) পর্যন্ত অতিরিক্ত সেনার এই সংখ্যা গোপন রাখা হয়।

এই ৩,০০০ সেনার প্রায় অর্ধেক সৈন্য এরইমধ্যে আফগানিস্তানের রওনা হয়ে গেছে অথবা শিগগিরই রওনা হবে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।

প্রায় ১৬ বছর আগে তৎকালীন তালেবান সরকারকে উৎখাত করতে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল আমেরিকা। সে সময় মার্কিন হামলায় তালেবান সরকারের পতন হয়। কিন্তু ১৬ বছর পর আজো আফগানিস্তানে তালেবানরা পূর্ণ মাত্রার শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

পূর্বাশানিউজ/১৯সেপ্টেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি