বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারত-চীনের বিবাদ মিটিয়ে নতুন অধ্যায় শুরু করা উচিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পুরনো বিবাদ ভুলে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করা উচিত ভারত ও চীনের। এমনটাই মনে করেন ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লুয়ো ঝাওহুই।

তাঁর দাবি, চলতি মাসের গোড়ায় চীনের শিয়ামেনে ব্রিকস সম্মেলনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের মাধ্যমে সাম্প্রতিক বিবাদ ‘মিটিয়ে নেওয়া’ এবং ভবিষ্যতে ‘সহযোগিতা’ করার স্পষ্ট ইঙ্গিত মিলেছে।

ঝাওহুই বলেন, আমাদের উচিত পুরনো পাতা উল্টে নতুন অধ্যায় চালু করা। দুই দেশের উচিত এক দিশা ও এক গতিতে সম্পর্কের উন্নতি ঘটানো। আমাদের উচিত এক এবং এক মিলিয়ে এগারো করা।

তিনি যোগ করেন, দ্বিপাক্ষিক স্তরে উভয় দেশই প্রভুত উন্নতি করেছে। এবার আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতেও তাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

১৯৬২ সালে যুদ্ধে গিয়েছিল ভারত ও চীন। সেই থেকেই দুই দেশের মধ্যে একটা সম্পর্কে একটা অস্বস্তি রয়ে গিয়েছে। বিশেষ করে, সীমান্ত-অঞ্চলের দখল নিয়ে দুই দেশের মধ্যে হামেশাই বিবাদ লেগে থাকে।

সম্প্রতি, সিকিম সীমান্ত লাগোয়া ডোকালামে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। প্রায় আড়াই মাস ধরে সংঘাত চলার পর তার সমাধান হয়।

পূর্বাশানিউজ/০১ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি