শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ২৮


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সিরিয়ার ইদলিবে বিমান হামলায় চার শিশুসহ ২৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। সংস্থাটি জানায়, তুর্কি সীমান্তের কয়েক কিলোমিটারের কাছে আরমানাজ গ্রামে এই হামলা চালানো হয়। সিরিয়ান সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই সংখ্যা ২৬ জানানো হয়। তবে কারা এই হামলা চালিয়েছে সেই সম্পর্কে কিছু জানানো হয়নি।

সিরিয়ার অবজারভেটরি জানায়, ১২ জনের মতো মানুষ নিখোঁজ রয়েছেন। সংস্থাটি প্রথম হামলার পর হতাহতদের খোঁজা ও উদ্ধারকাজ চালানোর সময় দ্বিতীয় দফায় হামলা চালানো হয়। ডক্টরস উইদাউট বর্ডার্স শুক্রবার বলেছে, শহরটিতে বোমা বর্ষণের ফলে হাসপাতাল বন্ধ করে দিতে হয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় অনেক বেসামরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছিলো। তবে রুশ ও সিরীয় সামরিক বাহিনীর পক্ষ থেকে এমন দাবি অস্বীকার করা হয়েছে।

পূর্বাশানিউজ/০১ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি