বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


২৮ কেজি সোনার শাড়ি পড়িয়ে আলোচিত কলকাতার পূজা মণ্ডপ বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:
কলকাতার লেবুতলা পার্কের সন্তোষমিত্র স্কয়ারের পূজা মণ্ডপে “আগুন লাগতে পারে” – এমন আশঙ্কায় নবমীর গভীর রাত থেকে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। এ নিয়ে সৃষ্টি হয় তুমুল বিতর্ক।

মধ্য-কলকাতার কয়েক হাজার বাসিন্দা এর প্রতিবাদে রাস্তায় নেমেছেন। মুখে কালো কাপড় বেঁধে পূজা উদ্যোক্তরা মৌন প্রতিবাদ জানান। এছাড়াও, মণ্ডপের দেওয়ালে পুলিশের বিরুদ্ধে নানা স্লোগানের পোস্টার ঝুলতেও দেখা যায়।

২৮ কেজি সোনার শাড়ি এবং লন্ডনের বাকিংহাম প্যালেসের আদল সন্তোষমিত্র স্কয়ারের পূজা মণ্ডপের প্রধান আকর্ষণ। আর সে কারণে পঞ্চমীর সন্ধ্যা থেকে মধ্য-কলকাতার এই পূজা মণ্ডপে জনস্রোত আছড়ে পড়তে শুরু করে। নবমীর সন্ধ্যা পর্যন্ত চারদিনে ১০ লক্ষ মানুষ মণ্ডপে প্রতিমা দর্শন করেছেন বলে আয়োজকরা দাবি করেছেন।

নবমীর রাতে মণ্ডপের ভেতরে একটি ঝাড়বাতিতে আচমকা ধোঁয়া বের হতে শুরু করে। তা দেখে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করে। খবর যায় দমকল বাহিনীর কাছে। দমকলের সদস্যরা মণ্ডপ পরিদর্শন করে পুলিশের কাছে রিপোর্ট জমা দেয়। এরপরই রাত ১২টা নাগাদ কলকাতা পুলিশ মণ্ডপের বাইরে ব্যারিকেড তৈরি করে।

দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশে বাধা দেওয়ার সময় কিছু দর্শনার্থীর সঙ্গে পুলিশ বচসায় জড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে, সে সময় ক্লাবের কিছু উশৃঙ্খল সদস্য পুলিশের ওপর চড়াও হয়, এমন কি তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লালবাজার থেকে অতিরিক্ত পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে।

পূজার আয়োজক প্রদীপ ঘোষ জানিয়েছেন, পুলিশ যেন বিরোধীপক্ষের ভূমিকা নিলো। একটি ঝাড়বাতিতে ধোঁয়া দেখেই পূজা মণ্ডপে প্রবেশ নিষেধ করার সিদ্ধান্তটি খুবই কষ্টের। উত্তর কলকাতার অন্যতম বড় পূজা এটি। দর্শনার্থীরা যাতে উত্তরের পূজাগুলোতে না এসে দক্ষিণ কলকাতার পূজার দিকে যান সেটিই কৌশলে বাস্তবায়ন করা হলো।

লালবাজার থেকে সরকারিভাবে জানানো হয়েছে, পুলিশ পূজা বন্ধ করেনি। দমকলের পরামর্শ মেনে দর্শনার্থীদের নিরাপত্তার জন্য মণ্ডপে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শনিবার দুপুরে দমকল, পিডব্লিউবি এবং পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করবে। পূজা মণ্ডপে প্রবেশের পরিবেশ থাকলে দর্শনার্থীদের জন্য তা খুলে দেওয়া হবে বলেও জানানো হয়।

উল্লেখ্য, ২০১৫ সালে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের ৮৩ ফুট উঁচু প্রতিমা দেখতে দর্শনার্থীদের ভিড় সামাল দিতে না পেরে মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশেই নিষেধাজ্ঞা আরোপ করার ঘটনা নিয়েও কলকাতা পুলিশের বিরুদ্ধে একইভাবে বিতর্ক ও সমালোচনা সৃষ্টি হয়েছিল।

পূর্বাশানিউজ/০১ অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি