সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


শাহজালালে ২ কোটি ৩২ লাখ টাকার স্বর্ণ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিমানের সিটের ভিতর থেকে ৪.৬৪কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ টীম। যার বাজার মূল্য ২ কোটি ৩২ লাখ টাকা। বুধবার (১১ অক্টোবর) সকালে মাস্কাট থেকে আসা US Bangla Airlines এর BS322এর 11A & 11B ফ্লাইট থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী পরিচালক সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন তথ্য থাকায় উক্ত ফ্লাইট রামেজিং করা হয়। রামেজিং এর অংশ হিসাবে বিমানের বিভিন্ন স্থান তল্লাসীর একপর্যায়ে সীটের ভেতরে শক্ত ধাতব বস্তু থাকার অস্তিত্ব পাওয়া যায়। সিটের নরম ফোম উঠানোর পর দেখা যায় কালো স্কচটেপ মোড়নো ২টি বান্ডিল পরে আছে। বান্ডিল ২টি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে বিমানবন্দরের কাস্টম হলে নিয়ে আসা হয়।

পরবর্তীতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্হিতিতে স্কচটেপ মোড়ানো ১০ তোলা ওজনের ৪০পিস স্বর্নবার উদ্ধারপূর্বক মালিকবিহীন অবস্থা উদ্ধধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃৃত স্বর্নবারের ওজন ৪.৬৪কেজি। যার আনুমানিক বাজার মূল্য ২কোটি ৩২লক্ষ টাকা। এ বিষয়ে আইনানূগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পূর্বাশানিউজ/১১অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি