সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রধান বিচারপতির বিদেশ গমনে সরকারি আদেশ জারি


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিদেশ গমন সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি হয়েছে। এখন প্রধান বিচারপতি যেকোনো সময় বিদেশ যেতে পারবেন।

বৃহস্পতিবার সকাল ১১টায়  আইনমন্ত্রণালয় থেকে এই জিও জারি করা হয় বলে আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক গণমাধ্যমকে জানিয়েছেন।

এর আগে বুধবার রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি এস কে সিনহার অস্ট্রেলিয়া যাওয়ার বিষয়ে জিও জারির ফাইলে সই করেন।

এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থান করতে চান। আইন মন্ত্রণালয়ের মাধ্যমে গতকাল মঙ্গলবার বিদেশ যাওয়ার বিষয়টি তিনি রাষ্ট্রপতিকে অবহিত করেন।

২০১৫ সালের ১৭ জানুয়ারিতে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া এস কে সিনহার আগামী ৩১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।

পূর্বাশানিউজ/১২অক্টোবর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি