শুক্রবার,২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল দশা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেহাল অবস্থা বিরাজ করছে। জনবল সংকট, সময় মতো ডাক্তার না থাকা, ঔষধ বিতরণে অনিয়ম, রোগীদের সঙ্গে নার্সদের দুর্ব্যবহার, খাওয়ায় অব্যবস্থাপনা ও যন্ত্রপাতি অচল থাকা আর অপরিষ্কার অপরিচ্ছনতায় এ বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে।
ফলে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মেঘনা উপকূলের লাখো মানুষ।

হাসপাতাল সূত্রে জানা য়ায়, জেলার রামগতি উপজেলার প্রায় আড়াই লাখ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে স্থাপন করা হয় ২০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। হাসপাতালটি বর্তমানে চর আলেকজান্ডারে ৩১ শয্যা বিশিষ্ট উন্নিত হলেও চাহিদা অনুযায়ী জনবল নিয়োগ দেয়া হয়নি এখনো। ১১৩ জনের পরিবর্তে বর্তমানে কাগজে কলমে কর্মরত আছেন ৫৬ জন। শুন্য পদ রয়েছে ৫৭টি। কর্মরত ডাক্তার, নার্সসহ যারা সরকারি বেতন নিচ্ছেন তারা অনেকেই হাসপাতালে উপস্থিত থাকেনা বলে অভিযোগ রয়েছে। এমন তথ্য নিয়ে শনিবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ওই হাসপাতালে গিয়ে ৫/৬ জনকে কর্মরত অবস্থায় পাওয়া গেলেও অন্যদের হাসপাতাল ও আশে পাশের এলাকায়ও দেখা মেলেনি। প্যাথলজি বিভাগ ও ডাক্তারদের কক্ষে ঝুলছে তালা। গণমাধ্যমের খবর পেয়ে দুপুর ২টায় ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা.কামানাশিষ মজুমদার ছুটে আসেন হাসপাতালে।

এসময় তিনি হাসপাতালে জনবল সঙ্কটের অজুহাত তুলে অনিয়ম ও অব্যবস্থাপনার কথা অস্বীকার করেন। ৬ জন ডাক্তারের কেউই হাসপাতালে না থাকার বিষয়ে এ কর্মকর্তা বলেন ২ জন ছুটিতে আছে। আর নিজে ওয়াশরুমে ছিলেন বলে দাবি করেন এই কর্মকর্তা।

রোগী ও স্বজনরা অভিযোগ করেন, বিনামূল্যের সরকারি বরাদ্ধের ঔষধ পান না রোগীরা, নার্সদের দুর্ব্যবহার, খাওয়ায় অব্যবস্থাপনাসহ অপরিষ্কার অপরিচ্ছনতায় সেবা বঞ্চিত হচ্ছেন বলে জানান তারা। ‘টাকা হলে সেবা মিলে না হলে মিলে না’ বলেও অভিযোগ করেন কেউ কেউ। ডাক্তাররা ঠিকমতো আসেনা বলে জানান অনেকে। এতে রোগীদের রোগও ভালো হচ্ছে না সহজে।

এদিকে দীর্ঘদিন থেকে এক্সরে মেশিন, আলট্রাসনোগ্রাফি মেশিন, হাসপাতালের জেনারেটর অচল রয়েছে। এতে করে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে হাসপাতালটির কার্যক্রম চলছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

হাসপাতালে কর্মরত সিনিয়র নার্স ফারহানা জানান, প্রতিনিয়ত রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। পরিষ্কার পরিচ্ছনতায়ও বাধাগ্রস্থ হওয়ার কথা স্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘রোগীর ভিড়ে মাঝে মাঝে মাথা ঠিক থাকেনা। ‘

হাসপাতালের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মো. হাফিজ সারওয়ার বলেন, প্রতিদিন হাসপাতালে ২০০ থেকে ২৫০ জন রোগী আসে। ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি হয়। সরকারি ঔষধ থাকলে বিতরণ করা হয় আর না থাকলে হয়না।

পূর্বাশানিউজ/১৬অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি