বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্যামেরায় মুখ দেখানো নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের হাতাহাতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দুর্নীতির অভিযোগের মামলায় হাজিরা দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালত প্রাঙ্গণ ত্যাগ করার সঙ্গে সঙ্গেই টিভি ক্যামেরার সামনে মুখ দেখানো নিয়ে তার আইনজীবীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার খালেদা জিয়া বকশিবাজারের আলীয়া মাদরাসা মাঠে অবস্থিত বিশেষ জজ আদালত ত্যাগ করেন দেড়টার দিকে। এরপরই অন্যান্য সাংবাদিকদের ব্রিফিং করতে দাঁড়ান খালেদা জিয়ার আইনজীবীরা।

কিন্তু টিভি ক্যামেরায় নিজের উপস্থিতি জানান দিতে অন্য সময়ের মতো ধাক্কাধাক্কি শুরু করেন আইনজীবীরা। কিন্তু এক পর্যায়ে ঢাকা বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলমের সঙ্গে সুপ্রীমকোর্টের জুনিয়র আইনজীবী মির্জা আল মাহমুদের।

একপর্যায়ে খোরশেদ আলমের শরীরে লাথি মারেন মির্জা অাল মাহমুদ এরপর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। শারীরিকভাবে একে অপরকে লাঞ্ছিত করতে থাকেন। পরে ঢাকা বারের আইনজীবীরা মির্জা আল মাহমুদেরর ওপর চড়াও হন। এতে তার শার্ট ছিঁড়ে যায়।
পরে অবশ্য সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

19/10/ 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি