বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


দুদকের মামলায় রোকেয়ার সাবেক ভিসি ও উপ-রেজিস্ট্রারের বিচার শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া ও বর্তমান উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মন্ডলের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে রংপুরের একটি আদালত। আজ মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এই মামলায় অভিযোগ গঠন করে আগামী ১৫ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন রাখেন।

মামলার অপর তিন আসামি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক(পরিকল্পনা ও উন্নয়ন) এ টি জি এম গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মোর্শেদ উল আলম রনি ও সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার আশরাফুল আলমকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শামিমা আখতার শিরিন জানান, প্রথমে অভিযোগ গঠনের দিন নির্ধারণ ছিল ১৭ অক্টোবর। আসামিরা মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আবেদনের উপর শুনানী শেষে আদালত আজ রায়ের দিন নির্ধারণ করে দেন। রায়ে আদালত আসামি এ টি জি এম গোলাম ফিরোজ, মোর্শেদ উল আলম রনি ও খন্দকার আশরাফুল আলমকে মামলা থেকে অব্যাহতি দেন।

পরে আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার সাবেক উপাচার্য আব্দুল জলিল ও বর্তমান উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মন্ডলের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন”। অভিযোগ গঠন করে তা পড়িয়ে শোনালে সাবেক উপাচার্য আব্দুল জলিল ও উপ-রেজিস্ট্রার শাহজাহান আলী মন্ডল নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান।

দুদকের আইনজীবী আব্রাহাম লিংকন বলেন, আদেশের কপি তোলার জন্য দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আদেশ পর্যালোচনা করার পর আদেশের বিরুদ্ধে আপীল করা হবে কিনা সে ব্যাপারে দুদক সিদ্ধান্ত নেবে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১২ ডিসেম্বর দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল করিম বাদী হয়ে সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল জলিল মিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। চলতি বছরের ১৯ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আকবর আলী ওই পাঁচ আসামীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

মামলার অভিযোগপত্রের বলা হয়, আসামি সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া তার দায়িত্বপালনকালে নিয়োগ সংক্রান্ত যাছাই কমিটির সভাপতি হিসেবে এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বে থাকা উপ-রেজিস্ট্রার শাহজাহান মন্ডলের যোগসাজসে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়াই নিজেরা আর্থিকভাবে লাভবান হয়ে ৩৪৯ জন কর্মকর্তা-কর্মচারি নিয়োগ দেন। এছাড়া চাকরীবিধি অনুযায়ী যোগ্যতা না থাকা সত্বেও এটিজিএম গোলাম ফিরোজ, মোর্শেদ উল আলম রনি, খন্দকার আশরাফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এরা নিজেদের তথ্য গোপন এবং ভুয়া যোগ্যতার সনদ দেখিয়ে নিয়োগ নেন।

৩১ অক্টোবর ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি