রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নভেম্বরের প্রথম সপ্তাহে প্রশাসনে বড় পদোন্নতি


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নভেম্বরের প্রথম সপ্তাহেই প্রশাসনে তিন স্তরের (উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব) পদোন্নতি হবে। এলক্ষ্যে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে।

এজন্য মঙ্গলবার সম্ভাব্য পদোন্নতির প্রক্রিয়া চূড়ান্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের লক্ষ্যে  বৈঠকে বসছে পদোন্নতির জন্য সুপারিশ প্রণয়নকারী কর্তৃপক্ষ সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। জনপ্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন ঢাকাটাইমসকে বলেন, পদোন্নতি একটি চলমান প্রক্রিয়া। এ নিয়ে আমরা কাজ করছি।

জানা গেছে, তিন স্তরে পদোন্নতির ব্যাপারে গত বৃহস্পতিবারও বৈঠক করেছেন এসএসবির সদস্যরা। ইতোমধ্যে অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়েছে। চলতি সপ্তাহে আরও প্রয়োজনীয় বৈঠক করে উপসচিব থেকে যুগ্ম সচিব পদের তালিকা চূড়ান্ত করা হবে। এবার পদোন্নতি পেতে যাচ্ছেন বিসিএস ৯ম, ১৩তম, ২৪তম ব্যাচের কর্মকর্তারা। আরও আছেন যোগ্যতা থাকা সত্ত্বেও অতীতে পদোন্নতিবঞ্চিত হয়েছেন এমন কর্মকর্তাদের অনেকে।

জানা গেছে, ইতোমধ্যে অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত একশজনের কিছু বেশি কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ পদে পদোন্নতির যোগ্যতা অর্জন করেছেন নবম ব্যাচের ৫২ জন ও ১০ম ব্যাচের ১০২ জন যুগ্ম সচিব। এ ছাড়া যোগ্যতা থাকা সত্ত্বেও পদোন্নতিবঞ্চিত ১৯৮২ বিশেষ ব্যাচের ১৪ জন, ১৯৮৪ ব্যাচের ৬১ জন, ১৯৮৫ ব্যাচের ১৬০ জন, ১৯৮৬ ব্যাচের ৩২ জনও এ পদে পদোন্নতির দাবিদার। তবে এ দফায় ১০ম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনায় নেয়া হচ্ছে না, তা অনেকটাই নিশ্চিত।

যুগ্ম সচিব পদে ১৩তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেয়া হচ্ছে। কিছু লেফট আউট কর্মকর্তাসহ এ ব্যাচের ১৬৫ জন যুগ্ম সচিব হওয়ার যোগ্যতা অর্জন করেছেন পাঁচ বছর আগেই। তবে এ ক্ষেত্রে প্রায় দেড়শ’ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হতে পারে। উপসচিব পদে পদোন্নতির সুপারিশ করতে ২৪তম ব্যাচের ৩৩৩ জন কর্মকর্তার মধ্যে ২৯০ জনের প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই চলছে। এ ছাড়া ২২তম ব্যাচের লেফট আউটসহ উপসচিব পদে পদোন্নতির জন্য প্রায় ২০০ কর্মকর্তাকে বিবেচনা করা হতে পারে। যারা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত রয়েছেন।

সর্বশেষ ২৪ এপ্রিল ২৬৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। এর মধ্যে ২২তম ব্যাচেরই ১৯৩ জন কর্মকর্তা ছিলেন। এ ব্যাচের ৫২ জন কর্মকর্তাকে বঞ্চিত করার অভিযোগ ওঠে। এর আগে গত বছরের ২৭ নভেম্বর প্রশাসনের তিন স্তরে উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদে ৫৭০ জন কর্মকর্তাকে পদোন্নতি দেয় সরকার। এর মধ্যে উপসচিব পদে ২২৭, যুগ্ম সচিব পদে ১৯৫ এবং অতিরিক্ত সচিব পদে ১৪৮ জনকে পদোন্নতি দেয়া হয়। অভিযোগ আছে, পদোন্নতি দিতে গিয়ে এর দ্বিগুণের বেশি কর্মকর্তাকে সে সময় পদোন্নতিবঞ্চিত করা হয়।

প্রসঙ্গত, জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসাবে, বর্তমানে উপসচিবের নিয়মিত (ডিউটি) ৮৩৫টি পদের বিপরীতে কর্মরত আছেন এক হাজার ৫৫৩ জন। যুগ্ম সচিবের ৪৩০টি স্থায়ী পদের বিপরীতে এ স্তরে কর্মকর্তা আছেন ৭৯৩ জন। অতিরিক্ত সচিবের ১১১টি স্থায়ী পদের বিপরীতে আছেন ৪৪৬ জন।

পূর্বাশানিউজ/০২ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি