রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


তুরস্কের তৈরি প্রথম গাড়িটি কিনবেন স্বয়ং এরদোগান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :
তুরস্ক যৌথ উদ্যোগে প্রথম বারের মত নিজস্ব প্রযুক্তিতে গাড়ি তৈরি করতে বৃহস্পতিবার আঙ্কারায় একটি চুক্তি সম্পাদন করেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান, প্রধানমন্ত্রী বিনালি উইলদিরিম এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফারুক ওজলু দেশটির প্রেসিডেন্ট প্যালেসে গাড়ি নির্মাণ শিল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া ভাষণে এরদোগান বলেন, ৫টি গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান আনাদলু গ্রæপ, বিএমসি, কিরাকা হোল্ডিং, টার্কসেল এবং যোরলু হোল্ডিং একত্রে যৌথ উদ্যোগে তুরস্কের তৈরি দেশীয় গাড়ি নির্মাণ করবে।

এরদোগান এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, তিনি এই উদ্যোগটিকে সফল করতে পূর্ণ সহযোগীতা করে যাবেন।

এরদোগান আরও বলেন, ‘আশা করি ২০১৯ সালের মধ্যে তুরস্কে তৈরি প্রথম গাড়ির নমুনা সংস্করণটি তৈরি হয়ে যাবে এবং ২০২১ সালের মধ্যে বাণিজ্যিক ভাবে গাড়ি বিক্রয় শুরু করা যাবে।’

তিনি আরও বলেন, ‘তুরস্কের তৈরি প্রথম গাড়িটি কিনতে চাই আমি।’

পূর্বাশানিউজ/০৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি