রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


নিউ ইয়র্কে হামলাকারীর মৃত্যুদণ্ড চান ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

নিউ ইয়র্কে ট্রাক হামলা চালিয়ে ৮ জনকে হত্যাকারী উজবেক শরণার্থীর মৃত্যুদণ্ড পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১০ সালে উজবেকিস্তান থেকে যুক্তরাষ্ট্রের আসা ওই যুবকের (২৯) নাম সাইফুল্লো সাইপভ । মঙ্গলবার সাইকেলের লেইনে ট্রাক তুলে দিয়ে ৮ জনকে হত্যার পর পুলিশ তাকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে।

অভিযুক্ত সাইপভ তদন্তকারীদেরকে বলেছেন, তিনি ইসলামিক স্টেটের ভিডিও দেখে উৎসাহিত হয়েছেন এবং একবছর আগে হামলা পরিকল্পনা করতে শুরু করেন।

সাইপভ আরও বলেন, তিনি তার কৃতকর্মে ভাল বোধ করছেন। হাসাপাতাল কক্ষে ইসলামিক স্টেটের (আইএস) পতাকাও ওড়ানোর অনুমতি চেয়েছেন তিনি।

তার সম্পর্কে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইটে বলেছেন, “নিউ ইয়র্কের সন্ত্রাসী খুশীমনে হাসপাতালকক্ষে আইএস এর পতাকা ওড়ানোর অনুরোধ করেছেন। তিনি আটজনকে হত্যা করেছেন, গুরুতর জখম করেছেন আরও ১২ জনকে। তার মৃত্যুদণ্ড হওয়া উচিত।”

সাইপভের বিরুদ্ধে দু’টো অভিযোগ আছে। একটি অভিযোগে সরকার চেষ্টা নিলে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন ম্যানহাটনের ভারপ্রাপ্ত এটর্নি জুন কিম।

একটি অভিযোগ হচ্ছে সহিংসতা এবং মটরগাড়ি ধ্বংস করে ৮ ব্যক্তিকে হত্যার। আর অন্যটি হচ্ছে, বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটটে (আইএস) কে সমর্থন, সহযোগিতা করা।

প্রথম অভিযোগের জন্য সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড এবং দ্বিতীয় অভিযোগের জন্য সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড।

তদন্তকারীরা সাইপভের সেলফোনে আইএস-সংশ্লিষ্ট প্রচারণার ছবি এবং ভিডিও পেয়েছে বলে জানানো হয়েছে অভিযোগনামায়।

এগুলোর মধ্যে আইএসের বন্দিদের শিরশ্ছেদ করা, ট্যাংক চালিয়ে দিয়ে হত্যা এবং মুখে গুলি করে হত্যার ভিডিও ছিল।

দ্য ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) বলেছে, তারা হামলার ঘটনায় জড়িত মুখাম্মাদজইর কাদিরভ (৩২) নামের আরেক উজবেককে চিহ্নিত করেছে।

কাদিরভের সঙ্গে সাইপভের যোগাযোগ ছিল বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী কর্মকর্তারা।

সাইপভ কয়েক সপ্তাহ ধরেই হামলার পরিকল্পনা করছিলেন। তিনি আইএস এর হয়ে হামলাটি চালান। সামাজিক যোগাযোগমাধ্যমে আইএস এর নির্দেশনা অনুসরণ করে তিনি হামলা চালান।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর এটিই নিউ ইয়র্কে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলা।

পূর্বাশানিউজ/০৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি